তাঁদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। কিন্তু, ব্যক্তিগত সৌজন্য যে কোনও রাজনৈতিক বেড়া জাল মানে না, সে কথা আরও এক বার প্রমাণিত হল।
আজ রবিবার ৬৭ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১২টা ৪২মিনিটে টুইট করে শুভেচ্ছা জানান মমতা। তিনি লিখেছেন, ‘‘নরেন্দ্র মোদীজি-কে জন্মদিনের শুভেচ্ছা।’’ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা-কর্মীরাও।