মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনা যাবে দেশের রাজধানী দিল্লিতেও। গতবারের মতো এ বারও ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। সেই বক্তৃতা এলইডি স্ক্রিন মারফৎ সম্প্রচারিত হবে দিল্লিতেও। এই প্রথম এমন উদ্যোগ। রাজধানীতে তৃণমূলের দলীয় দফতরে সংসদীয় দলের উদ্যোগে মমতার বক্তৃতা সম্প্রচারের বন্দোবস্ত করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায়ের কথায়, ‘‘করোনা পরিস্থিতিতে এবারও শহিদ দিবসে ভার্চূয়াল সমাবেশ হবে। আমাদের দিল্লির অফিসে এলইডি স্ক্রিন লাগিয়ে সেখানেই নেত্রীর বক্তৃতা দেখানো এবং শোনানো হবে।’’
সুখেন্দুশেখরের আরও বক্তব্য, ‘‘আমাদের দলের রাজ্যসভা ও লোকসভার সাংসদেরা সেখানে অবশ্যই হাজির থাকবেন। দিল্লিতে আমাদের দলের সমর্থকরাও রয়েছেন। তাঁরাও ওইদিন আমাদের সঙ্গে বসে নেত্রীর বক্তৃতা শুনবেন।যেহেতু কলকাতায় কোনও বড় অনুষ্ঠান হচ্ছে না আর ১৯ জুলাই থেকে সংসদের অধিবেশনও শুরু হচ্ছে, তাই আমরা বেশিরভাগ সাংসদই দিল্লি থেকে ওই কর্মসূচিতে অংশ নেব।’’ ত্রিপুরা এবং অসমেও শহিদ দিবস পালিত হবে বলে তৃণমূলের একটি সূত্রে খবর মিলছে।