Advertisement
০৫ মে ২০২৪
Mamata Bannerjee

উস্কানিতে পা দিতে নিষেধ মুখ্যমন্ত্রীর

সোশ্যাল নেটওয়ার্কে উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের ডোমকলের প্রশাসনিক সভায় তিনি বলেন, ‘‘কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে অপপ্রচার চলছে। ওই দেখে দুই গোষ্ঠী মারপিটে লিপ্ত হবেন না।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:১০
Share: Save:

সোশ্যাল নেটওয়ার্কে উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের ডোমকলের প্রশাসনিক সভায় তিনি বলেন, ‘‘কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে অপপ্রচার চলছে। ওই দেখে দুই গোষ্ঠী মারপিটে লিপ্ত হবেন না।’’

সম্প্রতি রাজ্যে নানা ধরনের অশান্তির পিছনে পুলিশ সোশ্যাল নেটওয়ার্কের যোগসূত্র পেয়েছে। গোয়েন্দাদের মতে, অশান্তির প্ররোচনা দেওয়ার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এ দিন মুখ্যমন্ত্রীর কথাতেও সেই মতই প্রতিষ্ঠা পেয়েছে।
সরাসরি কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম করেননি তিনি। তবে বলেছেন, ‘‘এখন লোকাল কিছু নেতা নতুন করে গজিয়ে উঠেছে। তাঁরা বলছেন, তলোয়ার খেল। এখানে সিঁদুর খেলা হয়। ওই সংস্কৃতি এখানে চলবে না।’’

গোয়েন্দা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ দিন প্রকাশ্যে সোশ্যাল নেটওয়ার্কে অশান্তির বার্তা ছড়ানোর বিরুদ্ধে মুখ খুলেছেন বটে। কিন্তু রাজ্য পুলিশকে দিয়ে কিছু দিন আগে থেকেই এই ধরনের বার্তা চালাচালির উপরে নজরদারি শুরু করেছে সরকার। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সিআইডিতে ‘সাইবার পেট্রোল’ বলে একটি বিশেষ শাখা রয়েছে। সেখানে শুধু পুলিশ নয়, তথ্যপ্রযুক্তির পেশাদারদেরও নিয়োগ করা হয়েছে।

পুলিশের খবর, সারদা কেলেঙ্কারির পর থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার শুরু হয়েছিল। গত লোকসভা ভোটের পরে সেই সব প্রচারের উপরে নজরদারি করতে এই শাখাটি খোলা হয়েছিল। এ বার সেই শাখাই অশান্তির বার্তার উপরে নজর রাখছে। পুলিশকর্তারা এ-ও মনে করিয়ে দিচ্ছেন, শুধু নজরদারিই নয়, প্রয়োজনে সাইবার-প্রচারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন ওই শাখার অফিসারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Instigation Mamata Bannerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE