মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাবেন, এ বার এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। ধর্মতলায় দলের ২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি উপলক্ষে গোবরডাঙায় বিশ্বজিৎ বলেছেন, “মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়ন করেছেন। তাঁর বহু প্রকল্প বিশ্বে আলোচিত ও সম্মানিত। আশা করি, ওঁর হাত ধরে ভারতে ফের নোবেল পুরস্কার আসবে।” রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল এবং সত্যজিৎ রায় প্রথম অস্কার এনেছিলেন দেশে, সে কথা মনে করিয়ে দিয়ে বিশ্বজিতের দাবি, “এ বার কোনও মুখ্যমন্ত্রীর হাত ধরে নোবেল আসবে!” বিশ্বজিতের এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেছেন, “দুর্নীতি ও মিথ্যা কথায় নোবেল থাকলে, মুখ্যমন্ত্রী অবশ্যই তা পাবেন। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টাতেই এই সব কথা।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)