সরকারি প্রকল্পের টাকায় ভাগ চাইলে হবে এফআইআর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ঝাড়গ্রামে দলীয় কর্মী মহা সম্মেলনের মঞ্চে সরকারের নানা প্রকল্পের কথা শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কথায় কথায় এল ‘সমব্যথী’ প্রকল্পের কথা। কারও মৃত্যু হলে এই প্রকল্পে অন্ত্যেষ্টির জন্য মৃতের পরিবারকে দু’হাজার টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্প বিশদে ব্যাখ্যা করার পর মমতা বলেন, ‘‘এই দু’ হাজার টাকা আপনার প্রাপ্য। তার থেকে এক পয়সা কম কেউ নেবেন না। যদি দু’হাজার টাকার থেকে কম কেউ দেয় তাহলে আমাকে সরাসরি চিঠি লিখবেন। জেলাশাসককে চিঠি লিখবেন। স্থানীয় পুলিশ স্টেশনে এফআইআর করবেন।’’
মুখ্যমন্ত্রীকে প্রায়ই বলতে শোনা যায়, জন্ম থেকে মৃত্যু— সরকার মানুষের পাশে রয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, সরকারি টাকার একাংশ ‘কাটমানি’তে রূপান্তরিত হয়ে শাসক দলের স্থানীয় নেতাদের পকেটে যায়। তৃণমূল সূত্রের খবর, বিরোধীদের অভিযোগ প্রকাশ্যে উড়িয়ে দিলেও তাদের এই সমালোচনা যে আংশিক সত্যি তা মানেন নেত্রী নিজেও। বিশেষ করে পঞ্চায়েতের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে টাকা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে জঙ্গলমহলে। এখানে সমব্যথী-সহ অন্য প্রকল্প থেকে সরকারি টাকার ভাগ আদায়ের পাশাপাশি, ফর্ম পূরণ করতেও টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এ দিন দলের কর্মীদের উদ্দেশ্যে মমতার নির্দেশ, ‘‘আপনাদের সামাজিক দায়বদ্ধতা হিসাবে বিনা পয়সায় ফর্ম ফিল আপ করে দেবেন। কোনও টাকা নেবেন না।’’