শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া এবং মিহির গোস্বামীর দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর দলের অভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর সমস্ত জেলা সভাপতির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন মমতা। দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই মমতার ওই বৈঠক। এর আগে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারের কাজের পাশাপাশি তিনি এ বার দলীয় কাজেও বেশি করে নজর দেবেন। সেই মতো ডিসেম্বরের প্রথমেই মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মমতা।
আরও পড়ুন: সিআইএসএফ-ইসিএল রেলকর্মীদের মদতেই বাংলায় সক্রিয় ছিল ‘গ্যাংস অব লালা’
আরও পড়ুন: কমিশনে সম্পত্তির ভুল তথ্য দিয়েছেন অর্জুন, অভিযোগ তৃণমূলের