চলন্ত বাসে বছর বাইশের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদ করায় বাস থেকে সেই তরুণীকে নীচে ফেলে দেওয়ার অভিযোগও উঠল অভিযুক্তের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সইয়ফ। একুশ বছর বয়সি ওই যুবক রাজাবাজারের বাসিন্দা।
জানা গিয়েছে, কলেজপড়ুয়া ওই তরুণী সে দিন দুপুরে কিছু জিনিসপত্র কিনতে একাই শিয়ালদহে গিয়েছিলেন। ফেরার পথে একটি বেসরকারি বাসে ওঠেন তিনি। তরুণীর দাবি, রাজাবাজার থেকে অভিযুক্ত যুবক একাই ওই বাসে ওঠে। লিখিত অভিযোগে তরুণী জানান, বাসে তিনি দাঁড়িয়ে যাচ্ছিলেন। অভিযুক্ত বাসে ওঠার পরেই তাঁর পাশে এসে দাঁড়ায়। তরুণীর অভিযোগ, এর পরে নানা ভাবে তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করতে থাকে ওই যুবক। তা বুঝতে পেরে একটু দূরে সরে যান তরুণী।
ফের ওই যুবক তাঁর পাশে গিয়ে দাঁড়ায় এবং যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ তরুণীর। একাধিক বার সে অশালীন ভাবে তাঁর গায়ে হাত দেয় বলে অভিযোগ। শনিবার ফোনে তরুণী অভিযোগ করেন, বার বার গায়ে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছিল ওই যুবক। সিঁথির মোড়ের কাছে বেপরোয়া হয়ে ওঠে সে। তরুণী এর প্রতিবাদ করলে তাঁকে চড় মারতে যায় অভিযুক্ত। তরুণীর কথায়, ‘‘বার বার একই কাজ করায় প্রতিবাদ করেছিলাম। তাতেই সে মারমুখী হয়ে ওঠে।’’
লিখিত অভিযোগে তরুণী আরও জানান, সিঁথির মোড়ের কাছে বাসটির গতি কিছু কম হতেই আচমকা অভিযুক্ত তাঁকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। বাসের দরজার কাছের লোহার রডে ধাক্কা খেয়ে তাঁর মাথায় এবং চোখে আঘাত লাগে। মাটিতে পড়ে যান তিনি। এর পরেই অভিযুক্ত বাস থেকে নেমে পালাতে চেষ্টা করে। বাসের অন্য যাত্রীরা তাকে আটকে পুলিশে খবর দেন। তত ক্ষণে চেঁচামেচি শুনে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট চলে আসেন ঘটনাস্থলে। ওই যুবককে আটক করে কাশীপুর থানার হাতে তুলে দেন তিনি।
এ দিকে, বাস থেকে নীচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ওই তরুণী। তাঁর বাঁ চোখেও লাগে। স্থানীয় হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। রাতেই তরুণী কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যৌন হেনস্থা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)