Advertisement
E-Paper

মানসের চিঠি মান্নানকে

পিএসি চেয়ারম্যান পদ গ্রহণ করে কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছিলেন মানস ভুঁইয়া। এ বার বিধানসভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে শাসক দলের আনা প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে চিঠি দিলেন মানসবাবু। তিনি বলেছেন, বিজেপি সরকার নেহরু-ইন্দিরা-রাজীবের নামাঙ্কিত কেন্দ্রীয় প্রকল্পগুলি বন্ধ করে দিতে সচেষ্ট।

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:৩৩

পিএসি চেয়ারম্যান পদ গ্রহণ করে কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছিলেন মানস ভুঁইয়া। এ বার বিধানসভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে শাসক দলের আনা প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে চিঠি দিলেন মানসবাবু। তিনি বলেছেন, বিজেপি সরকার নেহরু-ইন্দিরা-রাজীবের নামাঙ্কিত কেন্দ্রীয় প্রকল্পগুলি বন্ধ করে দিতে সচেষ্ট। ইউপিএ আমলে সর্বশিক্ষা, মিড ডে মিল-সহ যে সব সামাজিক প্রকল্প চালু হয়েছিল, বিজেপি সরকার তা-ও বন্ধ বা বরাদ্দ কমিয়ে দিচ্ছে। যে হেতু মমতা প্রতিবাদ করছেন, তাই কংগ্রেস ও রাজ্যের স্বার্থে তাঁকে সমর্থন করা উচিত। মান্নান মানসবাবুর চিঠিকে গুরুত্বই দেননি।

manas bhunia letter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy