দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বঙ্গ বিজেপির সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে ত্রিপুরায় বাংলার বিজেপি মুখ্যমন্ত্রীকে সংবর্ধনার আশা প্রকাশ করলেন মানিক সাহা। তৃণমূল যদিও একে হাস্যকর, আকাশ কুসুম স্বপ্ন বলে কটাক্ষ করেছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ অনুষ্ঠান উপলক্ষে শনিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বঙ্গ বিজেপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মানিক। সেখানে তাঁকে সংবর্ধনা দেয় বঙ্গ বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে মানিক বাংলায় ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ফের সওয়াল করেন। সেই সঙ্গে ত্রিপুরার উদাহরণ দিয়ে বলেন, "কীভাবে দুর্নীতিমুক্ত সরকার পরিচালনা করতে হয় ত্রিপুরাকে দেখে শেখা উচিত।" সেই সঙ্গে তিনি বাংলার তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। বলেন, "যে ভাবে আমরা কমিউনিস্টদের হটিয়েছি। সে ভাবেই বাংলায় তৃণমূলকে হটাতে হবে।" ভোট সন্ত্রাস নিয়েও তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, "ত্রিপুরার ভোটে একটিও ছাপ্পা হয়নি। আমরা গা-জোয়ারিতে বিশ্বাস করি না।" পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, "ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার ২০% ডিএ দিচ্ছে।" যদিও মানিকের বক্তব্য নস্যাৎ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "ছোটখাটো স্বপ্ন দেখলে, পূরণ করা সম্ভব। তবে এমন স্বপ্ন দেখলে তা কখনও পূরণ হবে না। উনি তো পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতাকেই সংবর্ধনা দিয়ে উঠতে পারলেন না। বিজেপির মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আগে আমরা ত্রিপুরার তৃণমূলের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে আসব।"
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)