Advertisement
১৯ মে ২০২৪

প্রয়াত মনোরঞ্জন ভক্ত

মারা গেলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মনোরঞ্জন ভক্ত (৭৬)। পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন। এক মাস সল্টলেকে নিজের বাসভবনেই তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিটে সেখানেই মৃত্যু হয় মনোরঞ্জনবাবুর।

— ফাইল চিত্র।

— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:২৯
Share: Save:

মারা গেলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মনোরঞ্জন ভক্ত (৭৬)। পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন। এক মাস সল্টলেকে নিজের বাসভবনেই তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিটে সেখানেই মৃত্যু হয় মনোরঞ্জনবাবুর।

১৯৩৯ সালে বাংলাদেশের বরিশাল জেলায় চরমানসিতে মনোরঞ্জনবাবুর জন্ম। ১৯৭৭ সালে কংগ্রেসের টিকিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ হন তিনি। ১৯৯৯ পর্যন্ত তিনি ওই কেন্দ্রের টানা সাংসদ ছিলেন। ২০০৪ সালে ফের ওই কেন্দ্রে সাংসদ নির্বাচিত হন মনোরঞ্জনবাবু। ২০১০-এ তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর এক মেয়ে অনিতা মণ্ডলও বিধাননগর পুরসভার কাউন্সিলর। ২০১০ সালে তিনি বিধাননগর পুরসভার চেয়ারপার্সন হন। এ দিন মনোরঞ্জনবাবুর মৃত্যুর খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা নিয়ে তাঁর বাসভবনে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, দুই বিধায়ক সুজিত বসু ও সব্যসাচী দত্ত। মনোরঞ্জনবাবুকে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE