Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাড়তি ছাত্র কলেজে, জানাচ্ছে সমীক্ষাই

নির্দিষ্ট আসনের চেয়ে বেশি পড়ুয়া ভর্তি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু দেখা যাচ্ছে, খাস কলকাতার আশুতোষ, সুরেন্দ্রনাথ-সহ বিভিন্ন কলেজে আসন-সংখ্যার চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমীক্ষাতেই এই অনিয়মের প্রমাণ মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৩:১৮
Share: Save:

নির্দিষ্ট আসনের চেয়ে বেশি পড়ুয়া ভর্তি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু দেখা যাচ্ছে, খাস কলকাতার আশুতোষ, সুরেন্দ্রনাথ-সহ বিভিন্ন কলেজে আসন-সংখ্যার চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমীক্ষাতেই এই অনিয়মের প্রমাণ মিলেছে।

কিন্তু সেই অনিয়মের প্রতিকারে কার্যকর কোনও ব্যবস্থার আশ্বাস মিলছে না। সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন শুধু বলেছেন, ‘‘আমরা কলেজগুলিকে জানিয়ে দেব, এর পর থেকে আর কোনও ভাবেই অতিরিক্ত ছাত্র ভর্তি নেওয়া যাবে না।’’

বেশ কিছু দিন ধরেই বিভিন্ন কলেজে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তির অভিযোগ উঠছিল। ছাত্র সংসদের যোগসাজশে বাড়তি পড়ুয়া ভর্তি করা হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন। অতিরিক্ত পড়ুয়া ভর্তির সঙ্গে আর্থিক লেনদেনেরও সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শিক্ষামন্ত্রী গত ফেব্রুয়ারিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখতে বলেন কর্তৃপক্ষকে। তার কিছু দিন পরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে না-দেখলে উচ্চশিক্ষা দফতরই কলেজগুলির কাছ থেকে ভর্তির তথ্য জানতে চাইবে।

কোন কলেজে কত আসন আছে এবং কত পড়ুয়া ভর্তি নেওয়া হয়েছে, তা জানাতে বলে ২৭ মার্চ নির্দেশ জারি করে বিশ্ববিদ্যালয়। এখন তথ্য বিশ্লেষণের কাজ চলছে। এক আধিকারিক জানান, জয়পুরিয়া, চারুচন্দ্র, আশুতোষ, সুরেন্দ্রনাথ, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ-সহ বেশ কিছু প্রতিষ্ঠানেই অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়েছে।

সহ-উপাচার্য (শিক্ষা) বলেন, ‘‘কিছু কলেজ ভাল আর কিছু কলেজ ভাল নয়, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তথাকথিত ভাল কলেজে অতিরিক্ত ভর্তি নেওয়া হচ্ছে। অথচ পাশের কলেজে আসন ফাঁকা থাকছে। এটা আর চলবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

College Admissions Student Enrollment irregularity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE