Advertisement
১৯ এপ্রিল ২০২৪
CPI(Maoist)

জঙ্গলমহলে ফের মাওবাদী উপস্থিতি! ঝাড়গ্রামে মিলল পোস্টার

চিল্কিগড়ের কাছে একটি গাছে লাগানো ছিল এই পোস্টার। নিজস্ব চিত্র।

চিল্কিগড়ের কাছে একটি গাছে লাগানো ছিল এই পোস্টার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ২১:২৯
Share: Save:

জঙ্গলমহলে ফের মাওবাদী উপস্থিতির প্রমাণ পেল পুলিশ। রবিবার ঝাড়গ্রামে পাওয়া গেল মাওবাদী পোস্টার। জামবনী থেকে গিধনি যাওয়ার পথে চিল্কিগড়ের কাছে একটি গাছে লাগানো ছিল পোস্টারগুলি। সিপিআই (মাওবাদী) দলের নামেই দেওয়া হয়েছিল পোস্টারগুলি।

পোস্টার গুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নির্মল বাংলা মিশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সঠিকভাবে খরচ করার দাবি জানানো হয়েছে। এছাড়া চাষিদের হাতে ন্যূনতম সহায়ক মূল্য পৌঁছনোর দাবিও করা হয়েছে পোস্টারে।

পোস্টার পাওয়ার খবর পেয়েই রবিবার ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে সমস্ত পোস্টার। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার অমিতকুমার সিংহ রাঠোর জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: নভেম্বরেই খুন করা হবে মোদীকে, হুমকি চিঠি পেল দিল্লি পুলিশ

একসময় মাওবাদীদের সক্রিয় ঘাঁটি ঝাড়গ্রামে ফের মাওবাদী উপস্থিতির প্রমাণ মেলায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও পুলিশের অনুমান, পাশেই ঝাড়খণ্ড রাজ্য। সেখান থেকেই হয়তো মাওবাদীরা সীমানা পেরিয়ে ঝাড়গ্রামে এসে পোস্টার লাগিয়ে গিয়েছে।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI(Maoist) Mao Poster Jhargram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE