Advertisement
২৪ মার্চ ২০২৩

বাম নয়, এ বার ‘হাত’ ধরতে চায় বিকাশ মঞ্চ

রেলশহরের পুরভোটে এ বার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে এক সময়ের বাম সমর্থিত দল বিকাশ মঞ্চ। তিনটি ওয়ার্ডে প্রার্থী বাছাই করে প্রচারও শুরু করে দিয়েছে তারা। খড়্গপুর বিকাশ মঞ্চের সভাপতি সত্যদেও শর্মা তিনটি ওয়ার্ডে তাঁদের সমর্থন করার আর্জি জানিয়েছেন কংগ্রেসকে। উল্লেখ্য, বিগত নির্বাচনে বাম সমর্থন নিয়ে জিতলেও বিকাশ মঞ্চের প্রতিনিধিরা তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটিতে কংগ্রেসকে সমর্থন করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০২:৪৮
Share: Save:

রেলশহরের পুরভোটে এ বার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে এক সময়ের বাম সমর্থিত দল বিকাশ মঞ্চ। তিনটি ওয়ার্ডে প্রার্থী বাছাই করে প্রচারও শুরু করে দিয়েছে তারা। খড়্গপুর বিকাশ মঞ্চের সভাপতি সত্যদেও শর্মা তিনটি ওয়ার্ডে তাঁদের সমর্থন করার আর্জি জানিয়েছেন কংগ্রেসকে।

Advertisement

উল্লেখ্য, বিগত নির্বাচনে বাম সমর্থন নিয়ে জিতলেও বিকাশ মঞ্চের প্রতিনিধিরা তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটিতে কংগ্রেসকে সমর্থন করেছিলেন। তবে প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় কংগ্রেস এ নিয়ে নিজেদের অবস্থান জানায়নি। কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য তথা খড়্গপুরের বর্তমান পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে বলেন, “আমাদের এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। বিকাশ মঞ্চের পক্ষ থেকে সমর্থন চেয়ে একটা প্রস্তাব এসেছে। নিশ্চয়ই ওদের কথা ভাবা হবে।”

খড়্গপুর শহরে কোনও রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই ১৯৯০ থেকে একটানা কুড়ি বছর একটি আসনে জিতে এসেছেন সত্যদেও শর্মা পরিচালিত বিকাশ মঞ্চ। ২০০৫ সালের আগে নির্দল হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছিল তাদের। সত্যদেও নিজেও চারটি পুরবোর্ডে কাউন্সিলর ছিলেন। ২০০০ সালে নির্দল কাউন্সিলর হিসেবে জয়ী হন তাঁর স্ত্রী মীরাদেবী শর্মা। ২০০৫ সাল পর্যন্ত একটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে মঞ্চকে। তবে ২০১০ সালে শহরের ১৯, ১৭ ও ২২ নম্বর ওয়ার্ড থেকে বামেদের সমর্থনে প্রার্থী দেয় খড়্গপুর বিকাশ মঞ্চ। একমাত্র ১৯ নম্বর ওয়ার্ড থেকেই জেতেন সত্যদেও। তবে কিছুদিনের মধ্যেই বাম জোট ছেড়ে কংগ্রেসের দিকে ঝোঁকে তারা। ২০১৩ সালের ৫ অগস্ট অনাস্থা ভোটে কংগ্রেসকে সমর্থন জানান সত্যদেও। এরপর থেকে কংগ্রেসের বিভিন্ন সভামঞ্চে দেখা গিয়েছে সত্যদেও-সহ বিকাশ মঞ্চের প্রতিনিধিদের।

এ বার প্রাথমিক ভাবে ১৭, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিকাশ মঞ্চ। ১৯ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় সেখানে নিজের স্ত্রী মীরাদেবীকে প্রার্থী করছেন সত্যেদেও। আর তিনি নিজে দাঁড়াচ্ছেন ২০ নম্বর ওয়ার্ডে। ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার কথা সত্যদেও ঘনিষ্ঠ তারক প্রসাদের। এই তিনটি ওয়ার্ডে মঞ্চ প্রচারও শুরু করেছে। বিকাশ মঞ্চের সভাপতি সত্যদেও বলেন, “আমরা তিনটি ওয়ার্ডই কংগ্রেসের থেকে চেয়েছি। কারণ, এই তিনটি ওয়ার্ডে আমাদের জয় নিশ্চিত। আমার দৃঢ় বিশ্বাস কংগ্রেস আমাদের ওই তিনটি আসন ছেড়ে দেবে।” তবে কংগ্রেস যদি সমর্থন না করে তবে ওই তিনটি ছাড়াও শহরের বেশ কিছু ওয়ার্ডে প্রার্থী দেওয়া হবে বলে বিকাশ মঞ্চের সূত্রে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, ১৯ নম্বর ওয়ার্ডটি বিকাশ মঞ্চের দখলে থাকায় তা ছাড়তে দল প্রস্তুত। তবে বাকি দু’টি আসন নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.