পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হলেন আরও ১১ জন। এই নিয়ে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪। জেলা স্বাস্থ্য দফতরের এক সূত্রে খবর, সবমিলিয়ে ২০৪ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গত চারদিন ধরে এই নমুনাগুলো পাঠানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট পেয়েছে স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “অনেকেরই রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ১১ জনের রিপোর্ট পজিটিভ। তবে সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাই উদ্বেগের কিছু নেই।”