Advertisement
E-Paper

৮৮টি কিষান বাজার চালুর ঘোষণা

রাজ্যের বিভিন্ন জেলায় মিলিয়ে তৈরি হওয়া ৮৮ টি কিষান বাজার আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চালু হয়ে যাবে বলে ঘোষণা করলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় কিষান বাজার তৈরির কাজ-সহ কৃষি বিপণন দফতরের বিভিন্ন কাজ খতিয়ে দেখার জন্য বৈঠক করতে এসেছিলেন কৃষি বিপনন মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০১:০০
তমলুকে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়

তমলুকে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়

রাজ্যের বিভিন্ন জেলায় মিলিয়ে তৈরি হওয়া ৮৮ টি কিষান বাজার আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চালু হয়ে যাবে বলে ঘোষণা করলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় কিষান বাজার তৈরির কাজ-সহ কৃষি বিপণন দফতরের বিভিন্ন কাজ খতিয়ে দেখার জন্য বৈঠক করতে এসেছিলেন কৃষি বিপনন মন্ত্রী। বৈঠকের পরে অরূপবাবু বলেন, ‘‘রাজ্য সব জেলা মিলিয়ে ৮৮ টি কিষান বাজার তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে । এইসব কিষাণ বাজারগুলিতে ইতিমধ্যে ধান কেনার কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাজারগুলি চালু করা হবে।’’

রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বলেন, ‘‘কিষাণ বাজারগুলিতে কারা দোকানঘর পাবে ও কীভাবে বাজার চলবে তাঁর নীতি নির্ধারণ হয়েছে। স্বচ্ছতার সঙ্গে বাজারের দোকানঘর বিলি করা হবে।’’ এ দিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, কাঁথির সাংসদ শিশির অধিকারী, জেলা পরিষদের কৃষি-সেচ কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক-সহ জেলা প্রশাসন ও কৃষি বিপনন দফতরের পদস্থ আধিকরাকিরা। বৈঠকের পরে অরূপবাবু শালগেছিয়ায় কৃষি বিপণন দফতরের অধীনে থাকা শহিদ মাতঙ্গিনী স্বদেশী বাজার পরিদর্শন করেন। প্রায় ২০ একর জমিতে একশোর বেশি দোকান ঘরের স্টল তৈরির পর চার বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনও ওই বাজার চালু হয়নি। মন্ত্রী এ দিন ওই বাজার চালুর জন্য বাজারের পরিকাঠামোর অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন দফতরের আধিকারিকদের।

Kisan market Paschim Midnapur Arup Roy Soumen Mahapatra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy