দিঘার সমুদ্রে স্নান করতে নেমে শনিবার তলিয়ে গিয়েছিল এক কিশোর। এ দিন গভীর রাতে তাঁর দেহ উদ্ধার হল। মৃতের নাম ঋত্বিক সাউ (১৬)। বাড়ি হাওড়ার গোলাবাড়িতে। কাঁথির এসডিপিও ইন্দিরা মুখোপাধ্যায় জানান, হাওড়ার গোলাবাড়ি থেকে শনিবার চার বন্ধু মিলে দিঘায় ঘুরতে আসে। তাঁদের মধ্যে তিনজন ওই দিন দুপুরে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নানে নামে। তিনজনেই সমুদ্রে তলিয়ে যায়। নুলিয়া ও পুলিশ মিলে দু’জনকে উদ্ধার করে। শিবম কিশোরি নামে এক কিশোরকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও নিখোঁজ ছিল ঋত্বিক।