Advertisement
০৪ মে ২০২৪
দাসপুর

গাড়ি থেকে দেহ উদ্ধার, আটক এক

গাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, মৃত মনোজ বধূক (৩২) পাঁশকুড়ার হাউর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে দাসপুর থানার গৌরা সংলগ্ন দুর্গাপুরে গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়েরা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনায় শ্যামল তেওয়ারি নামে এক যুবককে আটক করা হয়েছে।

গাড়ির ভিতরে মৃতদেহ।নিজস্ব চিত্র।

গাড়ির ভিতরে মৃতদেহ।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩১
Share: Save:

গাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, মৃত মনোজ বধূক (৩২) পাঁশকুড়ার হাউর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে দাসপুর থানার গৌরা সংলগ্ন দুর্গাপুরে গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়েরা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনায় শ্যামল তেওয়ারি নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজ ওই গাড়ির চালক। মনোজের গলায় মাফলারের ফাঁস ছিল। দু’টি হাতও আর একটি মাফলার দিয়ে বাঁধা ছিল। চালকের আসনেই নীচেই দেহটি পড়ে ছিল। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মনোজকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

এ দিন সকাল থেকেই সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন শ্যামল। পুলিশের জেরায় হাউর গ্রামের ওই যুবক নিজেকে ক্রাইম রিপোর্টার বলে দাবি করেছেন। ধৃতের দাবি, পেশার কারণেই তিনি গাড়িটির সন্ধানে ছিলেন। শ্যামল তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, শ্যামল সাংবাদিক নয়। তাঁর কাছ থেকে একটি নকল পরিচয় পত্রও উদ্ধার করেছে। খুনের ঘটনায় ধৃত শ্যামলই জড়িত বলে অনুমান।

ঘটনার পর দাসপুর থানায় আসেন গাড়ির মালিক শুকদেব মাণ্ডি ও বাড়ির লোকজন। শুকদেববাবু জানান, ক’দিন আগে মনোজ কাজে যোগ দেন। মৃতের জামাইবাবু সুবল পাত্র বলেন, “রাত সাতটা-সাড়ে সাতটা নাগাদ আমার শাশুড়ির সঙ্গে ফোনে কথা হয়েছিল। রাতে বাড়ি ফিরে খাওয়ার কথাও ছিল। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করি। বৃহস্পতিবার সকালে থানা থেকে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানানো হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dead body car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE