Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মজুরির দাবিতে স্মারকলিপি

বেলপাহাড়ি ব্লকে একশো দিনের কাজ করেও কারিগরি সমস্যার কারণে মজুরি পান নি শ্রমদানকারীরা। এই সমস্যার কারণে এলাকায় নতুন করে একশো দিনের কাজ শুরু করে নি প্রশাসন। অথচ এক ফসলি এই এলাকায় হাজার হাজার মানুষের হাতে এখন কাজ নেই। এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের উদ্যোগে একশো দিনের কাজের বকেয়া মজুরির দাবি-সহ সাত দফা দাবিতে সোমবার বেলপাহাড়ির বিডিওকে স্মারকলিপি দেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৫৬
Share: Save:

বেলপাহাড়ি ব্লকে একশো দিনের কাজ করেও কারিগরি সমস্যার কারণে মজুরি পান নি শ্রমদানকারীরা। এই সমস্যার কারণে এলাকায় নতুন করে একশো দিনের কাজ শুরু করে নি প্রশাসন। অথচ এক ফসলি এই এলাকায় হাজার হাজার মানুষের হাতে এখন কাজ নেই। এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের উদ্যোগে একশো দিনের কাজের বকেয়া মজুরির দাবি-সহ সাত দফা দাবিতে সোমবার বেলপাহাড়ির বিডিওকে স্মারকলিপি দেওয়া হল। বকেয়া মজুরির পাশাপাশি, এলাকায় নতুন করে একশো দিনের কাজ শুরু করা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, সংশোধিত বিপিএল তালিকা প্রকাশ, ষাট বছর ও তার উর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিকদের ভাতার ব্যবস্থা, গৃহহীনদের জন্য বাড়িঘরের ব্যবস্থা করার দাবি জানানো হয়। ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের মুখ্য আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য বলেন, “বেলপাহাড়ি ব্লকে ২০১৪-১৫ বর্ষে একশো দিনের কাজের মজুরি বাবাদ কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বাঁকুড়ার রাইপুরের সভায় বলে গিয়েছেন, বকেয়া মজুরি সুদ সমেত অবিলম্বে মেটানো হবে। কিন্তু সেই প্রতিশ্রুতির ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ করা হয় নি। দু’সপ্তাহের মধ্যে বকেয়া মজুরি দেওয়ার পাশাপাশি, একশো দিনের কাজ শুরু না হলে, এলাকাবাসীকে নিয়ে বিডিও অফিসে গণ অনশন শুরু করা হবে।” প্রশাসনিক সূত্রের দাবি, যে সমস্ত ব্যক্তির ডাকঘরে অ্যাকাউন্ট রয়েছে, কারিগরী সমস্যার জন্য তাঁদের অ্যাকাউন্টে মজুরির টাকা পৌঁছচ্ছে না। সে জন্য প্রশাসন বিকল্প ব্যবস্থা করতে চলেছে। বেলপাহাড়ির বিডিও সর্বোদয় সাহা বলেন, “স্মারকলিপি পেয়েছি। উপযুক্ত পদক্ষেপ করব।”

এ দিন মাওবাদী বন্‌ধের দিনেও কংগ্রেসের এই কর্মসূচিতে ভালই লোক হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE