Advertisement
০৪ জুন ২০২৪
শিশু পাচার কাণ্ড

সিল করা হল নার্সিংহোম

শিশু পাচারের অভিযোগে কাঁথির থানাপুকুর পাড়ের একটি নার্সিংহোম বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিল করে দেওয়া হল। পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডলের নির্দেশে কাঁথির সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্রশেখর মাইতি ও কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী কাঁথি থানার পুলিশ বাহিনী নিয়ে নার্সিংহোমটি সিল করেন।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০১:১৯
Share: Save:

শিশু পাচারের অভিযোগে কাঁথির থানাপুকুর পাড়ের একটি নার্সিংহোম বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিল করে দেওয়া হল। পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডলের নির্দেশে কাঁথির সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্রশেখর মাইতি ও কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী কাঁথি থানার পুলিশ বাহিনী নিয়ে নার্সিংহোমটি সিল করেন।

সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্রশেখর মাইতি জানান, ওই নার্সিংহোমটির কোনও বৈধ লাইসেন্সও নেই। গত বছরের জানুয়ারি মাসেই নার্সিংহোমের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। নার্সিংহোমের মালিক আরতি বাগ লাইসেন্স নবীকরণের জন্য সেপ্টেম্বর মাসে আবেদন জানালেও স্বাস্থ্যদফতর থেকে লাইসেন্স নবীকরণ করা হয়নি। লাইসেন্স বিহীন অবস্থায় বেআইনি ভাবে নার্সিংহোমটি চলছিল।

গত বছর এপ্রিল মাসে ওই নার্সিংহোমে এক তরুণীর সন্তান প্রসবের পর নার্সিংহোম থেকে শিশুটিকে পাচারের অভিযোগ উঠেছিল। কলকাতার ভবানীপুর থানা ও লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিক ইউনিট সোমবার রাতে নিউ ওই নার্সিংহোমে অভিযান চালায়। পুলিশ শিশু পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে এক শিশু চিকিৎসক ও নার্সিংহোমের ম্যানেজার সহ পাঁচজনকে গ্রেফতার করে। এরপরই জেলা স্বাস্থ্য দফতর ওই নার্সিংহোম সিল করার সিদ্ধান্ত নেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE