Advertisement
০৫ মে ২০২৪

প্রতারণা করে টাকা নেওয়ার নালিশ, ধৃত

সাহায্যের নামে এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিয়ে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে নন্দকুমারের ঘটনা। মারুফা বিবি নামে নন্দকুমারের মহম্মদপুরের ওই বধূ বৃহস্পতিবার বিকালে নন্দকুমার থানায় প্রতারণার অভিযোগ করেছেন।

অভিযোগ জানাচ্ছেন মহিলা। —নিজস্ব চিত্র।

অভিযোগ জানাচ্ছেন মহিলা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:০৮
Share: Save:

সাহায্যের নামে এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিয়ে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে নন্দকুমারের ঘটনা। মারুফা বিবি নামে নন্দকুমারের মহম্মদপুরের ওই বধূ বৃহস্পতিবার বিকালে নন্দকুমার থানায় প্রতারণার অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই ঘটনায় এটিএম কাউন্টারের থাকা নিরাপত্তা রক্ষীকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মারুফা বিবি নন্দকুমারের ওই রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে এসেছিলেন। ওই গৃহবধু অ্যাকাউন্ট থেকে ৭ হাজার টাকা তোলেন। ওই সময় অন্য এক যুবক এটিএম কাউন্টারের ভেতরে ঢুকে ওই গৃহবধুকে বলে আপনি এটিএম কার্ড ঢুকিয়ে পিন নম্বর বলুন। তাহলে অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে পারবেন। ওই মহিলা ওই যুবককে পিন নম্বর দেন। পরে বিষয়টি ঠিক কি না জানার জন্য এটিএমের বাইরে নিরাপত্তারক্ষীর কাছে আসেন। তার সন্দেহ হওয়ায় মারুফা বিবি ওই যুবককে নিরাপত্তারক্ষীর কাছে নিয়ে যান। অভিযোগ, নিরাপত্তারক্ষী ওই যুবককে ভালো বলে ছেড়ে দেয়। এর পরে ওই মহিলা জানতে পারেন অ্যাকাউন্ট থেকে ৩ ০হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haldia bank ATM money police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE