Advertisement
০৩ মে ২০২৪

নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেফতার ২

এক কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক ও তার মা। বৃহস্পতিবার রাতে কেশিয়াড়ির হাজিঘাট গ্রাম থেকে ওই কিশোরীকেও উদ্ধার করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৭:৩৫
Share: Save:

এক কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক ও তার মা। বৃহস্পতিবার রাতে কেশিয়াড়ির হাজিঘাট গ্রাম থেকে ওই কিশোরীকেও উদ্ধার করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

বছর ষোলোর কিশোরীর বাড়ি খড়্গপুর গ্রামীণের হিরাডিতে। গত ১৮ জুন হিরাডি থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার কেশিয়াড়ির যুবক বুলুরাম টুডু ও তার মা চূড়ামণি টুডুর নামে অপহরণের মামলা রুজু করে কিশোরীর বাবা। তদন্তে নামে গ্রামীণ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধের পরে ওসি হীরক বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অবশেষে কেশিয়াড়ির হাজিঘাটে বলরামের বাড়ি থেকেই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বলরাম ও তার মাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী শ্যামচকে আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশুনো করে। আত্মীয়ের বাড়ি থাকায় হিরাডিতে বুলুরামেরও যাতায়াত রয়েছে। মাস কয়েক আগে সেখানেই দু’জনের আলাপ ও ক্রমে ঘনিষ্ঠতা। সে কথা জানাজানি হওয়ায় কিশোরীর বাড়িতে অশান্তি শুরু হয়। বুলুরামের মা চূড়ামণি টুডুর সঙ্গে দেখা করে ছেলেকে সতর্ক করার কথা জানিয়ে আসেন কিশোরীর বাবা। তারপর ১৮ জুন নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। পরে জানা যায়, বুলুরামের সঙ্গে হিরাডি থেকে ওই কিশোরীকে যেতে দেখেছেন স্থানীয় কয়েকজন। এর পরেই বুলুরাম মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন কিশোরীর বাবা।

মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারেন, নয়াগ্রামের বড় ধানগোলা এলাকায় রয়েছে বুলুরাম। মোবাইলে ফোন করলে ভয়ে সে বাড়িতে ফেরে। বুলুরামের বাড়িতে হানা দিয়ে কিশোরীকেও উদ্ধার করা হয়। পুলিশের কাছে বুলুরামের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছে ওই কিশোরী। কিন্তু সে নাবালিকা হওয়ায় আইন মেনে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abduction Student Police arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE