ঘন কুয়াশায় রবিবার ভোরে ঢাকা ছিল কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলা জেলা। তার জেরে শালবনিতে দুর্ঘটনা কবলে পড়ল একটি বাস। তাতে সওয়ার ছিলেন যাত্রা শিল্পীরা। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ন’জন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্গাপুরে যাত্রা করতে গিয়েছিলেন শিল্পীরা। অনুষ্ঠান শেষে বাসে চেপে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে যাচ্ছিলেন তাঁরা। বাসে ছিলেন ৩৫ জন অভিনেতা এবং কলাকুশলী। ঘন কুয়াশার কারণে রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার গোদাপিয়াশালের কাছে জাতীয় সড়কের উপর। রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ ঘটনার স্থল থেকে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। ওই যাত্রা গোষ্ঠীর কর্ণধার তথা নাট্যকার বাবলি ভট্টাচার্য বলেন, ‘‘দুর্গাপুর থেকে যাত্রা করে ফিরছিলাম। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে পরবর্তী অনুষ্ঠান ছিল। বাসটা দুর্ঘটনার কবলে পড়ে। আমি ছিলাম না ওই বাসে।’’