Advertisement
১৮ মে ২০২৪
কেশিয়াড়ি

প্রধান শিক্ষককে হেনস্থার নালিশ

ট্রেনিংয়ে যাওয়ার পথে হেনস্থার শিকার হলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। শুক্রবার ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির বাঘাস্তির চাকলচকের কাছে। এ দিন স্কুল থেকে বেরিয়ে খড়্গপুরে ট্রেনিংয়ে যাচ্ছিলেন বাঘাস্তি হরিচরণ এসসি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০০:৩৫
Share: Save:

ট্রেনিংয়ে যাওয়ার পথে হেনস্থার শিকার হলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। শুক্রবার ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির বাঘাস্তির চাকলচকের কাছে। এ দিন স্কুল থেকে বেরিয়ে খড়্গপুরে ট্রেনিংয়ে যাচ্ছিলেন বাঘাস্তি হরিচরণ এসসি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর বিশ্বাস। সেই সময়ে রাস্তায় শ্যামসুন্দরবাবুকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তুলেছেন ওই প্রধান শিক্ষক। এ দিন তিনি কেশিয়াড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়েছেন। সেই সঙ্গে কেশিয়াড়ি থানায় ঘটনার অভিযোগ জানিয়েছেন।

ওই প্রধান শিক্ষকের দাবি, এ দিনই সকালে তাঁর কাছে ফোন এসেছিল। ওই ফোনে স্কুলের দ্বাদশ শ্রেণির বিবাহিত এক ছাত্রীর জন্য কন্যাশ্রী ফর্ম দেওয়ার কথা বলেন এক অভিভাবক। কিন্তু ছাত্রী বিবাহিত হওয়ায় তিনি ওই ফর্ম দিতে রাজি হননি। এর পরে তিনি স্কুল থেকে বেরিয়ে খড়্গপুরে যাওয়ার পথে কেন ফর্ম দেওয়া হয়নি জানতে চেয়ে
দু’জন তাঁকে হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ।

প্রধান শিক্ষক শ্যামসুন্দর বিশ্বাস বলেন, “নিয়ম অনুযায়ী কোনও বিবাহিত ছাত্রীকে কন্যাশ্রীর ফর্ম দেওয়া যায় না। কিন্তু আমাকে ওই ফর্ম দেওয়ার জন্য ফোনে চাপ দেওয়া হয়েছিল। তাই আমি নিয়ম মতো যা বলার বলেছি। ওঁরা আমাকে রাস্তায় পেয়ে মারধর করেছে। আমি থানায় অভিযোগ জানিয়েছি।” অভিযোগের খতিয়ে দেখে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Physical Assault
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE