Advertisement
১১ মে ২০২৪

ঘরে ফিরতেই খুনের হুমকি

ঘরে ফেরা এক সিপিআই নেতাকে এ বার হুমকির অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রামের ঘটনা। সিপিআই নেতা হংসপদ জানার অভিযোগ, তাঁর ফোনে কানাইদিঘি গ্রামের তাপস শাসমল নামে এক তৃণমূল কর্মী ফোন করে খুনের হুমকি দেন।

নিজস্ব সংবাদদাতা
কানাইদিঘি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০১:০৯
Share: Save:

ঘরে ফেরা এক সিপিআই নেতাকে এ বার হুমকির অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রামের ঘটনা। সিপিআই নেতা হংসপদ জানার অভিযোগ, তাঁর ফোনে কানাইদিঘি গ্রামের তাপস শাসমল নামে এক তৃণমূল কর্মী ফোন করে খুনের হুমকি দেন। বুধবার বিকেলেই মারিশদা থানায় অভিযোগ জানান হংসপদবাবু। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হংসপদবাবু জানান, মঙ্গলবার তিনি দলীয় কাজে নিমতৌড়িতে দলীয় অফিসে ছিলেন। রাত দেড়টা নাগাদ কানাইদিঘি গ্রামের তৃণমূল কর্মী তাপস শাসমল তাঁকে ফোন করে বলেন, ‘‘তোকে আর তোর দলের ননীগোপাল জানাকে খুন করে তবেই আজ বাড়ি ফিরব।” এরপরই পুলিশে বিষয়টি জানান হংসপদবাবু। বৃহস্পতিবার কানাইদিঘি গ্রামে বাড়িতে বসে হংসপদবাবু জানান, ২০১২ সালে তৃণমূলের সন্ত্রাসে তিনি ও তাঁর পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন। বলেন, ‘‘তৃণমূলের লোকেরা সিপিআই করার অভিযোগে আমার বাড়ি লুঠপাঠ করে ও আগুন লাগিয়ে দেয়। গত ১৬ মার্চ প্রশাসনের সহায়তায় ঘরে ফিরেছি। তারপর এমন কাণ্ড।’’

সিপিএমের মারিশদা জোনাল কমিটির সম্পাদক কালীপদ শীট বলেন, ‘‘ভোটের দিন যত এগোচ্ছে তৃণমূল ফের সন্ত্রাসের তাস খেলছে।’’ অভিযোগ অস্বীকার করে কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ বলেন, ‘‘ভোটের আগে ঘরছাড়ারা ঘরে ফিরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য এমন অভিযোগ তুলছে।’’ বিডিও মহম্মদ নূর আলম জানান, বিষয়টি লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

death threats CPM election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE