Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিজেপি প্রার্থীকে অ্যাসিড, অভিযুক্ত তৃণমূল

স্থানীয় সূত্র্রের খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ চকইসমাইলপুরের মাটিবিরুয়াতে নিজের সোনার দোকানে বসে কাজ করছিলেন বাদল রানা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দাঁতন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০১:৫০
Share: Save:

প্রথমে কথা কাটাকাটি। পরে হাতাহাতি। হঠাৎ হাতের কাছে থাকা অ্যাসিড নিয়ে আক্রমণ। ধস্তাধস্তিতে জখম হলেন এক বিজেপি প্রার্থী। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই প্রার্থীর বাবা। সোমবার দাঁতনের চকইসমাইলপুরের ওই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল।

স্থানীয় সূত্র্রের খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ চকইসমাইলপুরের মাটিবিরুয়াতে নিজের সোনার দোকানে বসে কাজ করছিলেন বাদল রানা। এ বার পঞ্চায়েত নির্বাচনে মাটিবিরুয়া বুথে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। অভিযোগ, দোকানে গিয়ে কয়েকজন তৃণমূলকর্মী বাদলবাবুর সঙ্গে বচসা জুড়ে দেয়। শুরু হয় হাতাহাতি। সেসময় দোকান থেকে গয়না তৈরির জন্য ব্যবহৃত অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে উপস্থিত প্রত্যেকেরই গায়ে অ্যাসিড লাগে। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন বিজেপি প্রার্থীর বাবা অবনী। বিজেপি’র অভিযোগ, অবনীবাবুর মাথায় আঘাত করা হয়েছে। আঘাত লেগেছে হাতেও। অ্যাসিডে বিজেপি কর্মী বাদলের শরীরের পিঠের একাংশ পুড়ে গিয়েছে। বাবা-ছেলে দু’জনকেই প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বাদলবাবুকে মেদিনীপুর স্থানান্তরিত করানো হয়। বিজেপি নেতা মোশাফ মল্লিক বলেন, ‘‘বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করছে বাদল। হেরে যাওয়ার আশঙ্কায় এই হামলা।’’

তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি-র হামলায় আহত হয়েছেন তাদের দুই কর্মী হরিশঙ্কর বারিক ও তাঁর ছেলে। তৃণমূল নেতা প্রতুল দাস বলেন, ‘‘বিজেপিই প্রথম বচসায় জড়ায়। আমাদের দুই কর্মীর উপর আক্রমণ করা হয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপির এই হামলা।’’ তাদের বিরূদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে মোশাফ মল্লিকের প্রতিক্রিয়া, ‘‘তৃণমূল অ্যাসিড নিয়ে আক্রমণ করতে এসেছিল। ধ্বস্তাধ্বস্তির সময় তাদের গায়েও পড়েছে। আমাদের কেউ আক্রমণ করেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE