বিরোধীশূন্য হওয়ায় পূর্ব মেদিনীপুরের বহু এলাকাতেই এবার নির্বাচন প্রক্রিয়ার অংশ হতে পারছেন না সেখানকার বাসিন্দারা। তবে কোলাঘাটে দেখা গিয়েছে উল্টো চিত্র। ওই ব্লকের রাইন গ্রামে নির্বাচন হলেও ভোট দিতে পারবেন না ৩২ জন বাসিন্দা।
রাইন গ্রামের এক বৃদ্ধাশ্রমের ৩২ জন আবাসিক আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে স্থানীয় সূত্রের খবর। ১৯৯৪ সালে পথচলা শুরু হয়েছিল রাইন বৃদ্ধাবাসের। শুধু কোলাঘাটের স্থানীয় বৃদ্ধবৃদ্ধারা নন, রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজেদের শেষ আশ্রয় হিসাবে ওই বৃদ্ধাবাসকে বেছে নিয়েছেন। আর ভোট-সমস্যায় পড়েছে অন্য এলাকার ওই সব আবাসিকেরা।
বৃদ্ধাবাস কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অনেক আবাসিকেরই ভোটার কার্ড তাঁদের পুরনো ঠিকানার। বৃদ্ধাশ্রমে আসার পরে নতুন করে সেই কার্ডের ঠিকানার পরিবর্তন করা হয়নি। ফলে বেশ কয়েকজন আবাসিক এবার ওই এলাকায় ভোট দিতে পারছেন না। উল্লেখ্য, ওই আবাসিকদের প্রত্যেকেই আধার কার্ড তৈরি হয়েছে। সেখানে স্থায়ী ঠিকানা হিসাবে রাইনের উল্লেখ রয়েছে।