বিজেপির যোগদান মেলায় কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দেখা গিয়েছিল প্রাক্তন আইপিএস তথা দলীয় নেত্রী ভারতী ঘোষকে। শিলদায় বিজেপির সেই কর্মসূচির এক সপ্তাহের মধ্যেই সোমবার পাল্টা সভা করল তৃণমূল। সেখানে শাসকদলের নেতানেত্রীরা মূলত বিঁধলেন সেই ভারতীকেই।
সম্প্রতি ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, কলকাতায় ফেরার পথে তিনি বাড়তি গুরুত্ব দিয়েছিলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের তরুণ সদস্য বিক্রমাদিত্য মল্লদেবকে। এ দিন নীলকমল মাঠে পাল্টা সভায় রাজ্য মহিলা তৃণমূলের নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে ঘরে ফিরলেন বিক্রমাদিত্য। গত বছর সেপ্টেম্বরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বিক্রমাদিত্য। সম্প্রতি তাঁকে তৃণমূলের দলীয় মিছিলে তাঁর বাবা জেলা তৃণমূলের সহ সভাপতি দুর্গেশ মল্লদেবের পাশে হাঁটতে দেখা গিয়েছিল।