Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ক্ষোভ, বিজেপি কার্যালয়ে ভাঙচুর

পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভার প্রার্থী নিয়ে অসন্তোষের আঁচ লেগেছিল বিজেপির অন্দরে। প্রার্থী ঘোষণার পরে গত শুক্রবারই জেলা বিজেপি কার্যালয়ে দলীয় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা। জেলা নেতৃত্ব আশ্বাস দেন রাজ্য নেতৃত্বের আবেদন করা হবে। কিন্তু রবিবার ফের একদল বিজেপি কর্মী জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখাতে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০১:১৯
Share: Save:

পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভার প্রার্থী নিয়ে অসন্তোষের আঁচ লেগেছিল বিজেপির অন্দরে। প্রার্থী ঘোষণার পরে গত শুক্রবারই জেলা বিজেপি কার্যালয়ে দলীয় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা। জেলা নেতৃত্ব আশ্বাস দেন রাজ্য নেতৃত্বের আবেদন করা হবে। কিন্তু রবিবার ফের একদল বিজেপি কর্মী জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখাতে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ। রবিবার বিকেলে তমলুকের শঙ্করআড়ায় জড়ো হন কোলাঘাট, পাঁশকুড়া, ভগবানপুর, মহিষাদল প্রভৃতি বিধানসভা এলাকার দলের কর্মীরা। বিক্ষোভের সময় অফিসের ভিতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনার কথা স্বীকার করে বিজেপি-র প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, ‘‘জেলার কয়েকটি বিধানসভায় দলীয় প্রার্থী নিয়ে আপত্তি জানাতে এসেছিলেন দলের কর্মীরা। তাঁরাই উত্তেজিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। তবে দলের ওই কর্মীদের বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamluk vandalized BJP office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE