উপ নির্বাচনের ফল সামনে আসার পরে তৃণমূলের হাতে জেলার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। এর প্রতিবাদে শনিবার জেলা জুড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বিজেপি নেতৃত্ব। তমলুকে সেই মিছিল ঘিরেও হল অশান্তি।
এ দিন বিকেলে তমলুক থানার সামনেই রাজ ময়দানে জমায়েত হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিকেল সাড়ে ৩টে নাগাদ বিজেপি’র তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েকের নেতৃত্বে মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই থানার সামনে পুলিশ মিছিলটি আটকে দেয়। পুলিশের নেতৃত্বে ছিলেন তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান। পুলিশের দাবি, মিছিলের অনুমতি ছিল না বিজেপির কাছে।
মিছিল আটকানোর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা যায়। পরে পিছু হঠে বিজেপি। মিছিল বন্ধ করে তারা থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় এক ঘণ্টা চলে সেই বিক্ষোভ। জেলা বিজেপি নেতা নবারুণ বলেন, ‘‘তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে এ দিন জেলার বিভিন্ন এলাকায় আমাদের মিছিল কর্মসূচি নেওয়া হয়। তমলুকে মিছিলের জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। মিছিল করতে না দেওয়ায় থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি আমরা।’’ তবে নন্দকুমারের ব্যবত্তারহাট, মেচেদার রামচন্দ্রপুর, তমলুকের হরিদাসপুর, কাঁকটিয়া বাজারে মিছিল হওয়ার কথা জানিয়েছেন নবারুণ।