Advertisement
E-Paper

জোড়া জমি-জট নিয়েই দিনভর সভার তোড়জোড়

অধিকারীদের গড়ে অমিত শাহের সভা! তবে ২৪ ঘণ্টা আগেও সেই সভার অনুমতি সংক্রান্ত জট কাটল না। মিলল না সভার প্রশাসনিক অনুমোদন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮
সভার অনুমতি মেলেনি। অনুমতি নেই মাইকেরও। কাঁথি স্টেশন লাগোয়া ময়দানে প্রস্তুতি অবশ্য সারা। নিজস্ব চিত্র

সভার অনুমতি মেলেনি। অনুমতি নেই মাইকেরও। কাঁথি স্টেশন লাগোয়া ময়দানে প্রস্তুতি অবশ্য সারা। নিজস্ব চিত্র

অধিকারীদের গড়ে অমিত শাহের সভা! তবে ২৪ ঘণ্টা আগেও সেই সভার অনুমতি সংক্রান্ত জট কাটল না। মিলল না সভার প্রশাসনিক অনুমোদন।

মঙ্গলবার বেলা একটায় কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে বিজেপি সভাপতির জনসভা হওয়ার কথা। সেই কর্মসূচির অনুমোদন নিয়েই সোমবার দিনভর স্থানীয় প্রশাসন ও গেরুয়া শিবিরের টানাপড়েন চলে। তবে সন্ধ্যা পর্যন্ত সভাস্থল এবং হেলিপ্যাডের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভি সলোমান নেসাকুমার বলেন, ‘‘সভাস্থলের ওই জমি ব্যক্তি মালিকানাধীন। সেই সব মালিকদের কয়েকজন বিজেপি নেতৃত্বকে সভা করার জন্য জমি দিতে রাজি নন। তাই জনসভার অনুমোদন দেওয়া হয়নি । ওই সব জমি মালিকের অনুমতি-সহ আবেদন করলেই আমরা অনুমোদন দেব বলে জানিয়েছি।’’

গত সপ্তাহে অমিত শাহের মালদহের সভাতেও মাঠ পাওয়া নিয়ে একই রকম টানাপড়েন তৈরি হয়েছিল। পরে অসুস্থতার জন্য ঝাড়গ্রাম ও সিউড়িতে যেতে পারেননি অমিত। ওই দুই জায়গায় সভা করতে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর দুই জায়গাতেই জটিলতা বেধেছিল হেলিপ্যাডের অনুমতি নিয়ে। আর কাঁথিতে সভাস্থল ও হেলিপ্যাড দু’ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়েছে।

এ ক্ষেত্রে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি বলেন, “তৃণমূল প্রশাসনকে ব্যবহার করছে। প্রশাসন তাই প্রথম থেকেই অসহযোগিতা করছে। তবে কাঁথির মানুষ চান এখানে অমিতজির সভা হোক। তাই মঙ্গলবার সভা হবেই।’’ অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর মন্তব্য, ‘‘এ সব সভায় আমাদের কিছুই যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের সভার পরে বিজেপি পাগল হয়ে গিয়েছে। ওদের নেতারা আবোল তাবোল বকছেন।’’ সভার অনুমতির বিষয়টি পুরোপুরি প্রশাসনিক ব্যাপার এবং এর সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন শিশিরবাবু।

অনুমতি না মিললেও কাঁথি স্টেশন লাগোয়া মাঠে শাহের সভার প্রস্তুতি চলেছে জোরকদমে। রবিবার সন্ধ্যা থেকে মঞ্চ গড়ার কাজ শুরু হয়েছে। এ দিন দুপুরে সভার প্রস্তুতি দেখতে এসেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিকেলে আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। জেলা নেতারাও দিনভর তদারকি করেছেন। বিকেলে সভাস্থলে পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক পার্থ ঘোষ প্রমুখ। মহকুমাশাসক শুভময় বলেন, ‘‘পুলিশ অনুমোদন দিলে আমরা সভায় মাইক ব্যবহারের অনুমতি দিই। কিন্তু পুলিশ ‘এনওসি’ দেয়নি। তাই এই সভায় মাইক ব্যবহারের অনুমতি এখনও দেওয়া হয়নি।’’

বিজেপির জেলা নেতাদের দাবি, অমিতের সভার জন্য যে জায়গা বাছা হয়েছে, সেখানকার সব মালিকেরই অনুমতি রয়েছে। কিন্তু পুলিশ-প্রশাসনের দাবি, সভাস্থলের চারদিকে ধানজমি। সেই জমির মালিক ১৯ জন চাষি পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। সভার জন্য জমি দিতে অনিচ্ছুক সুব্রত ঘোড়াই বলেন, “কিছু না জানিয়েই আমাদের জায়গা ব্যারিকেড করা হচ্ছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।’’

দিনভর জমি-জটের মধ্যে সন্ধ্যায় তৈরি হয় হেলিপ্যাড বিতর্ক। সভাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে কাঁথি স্টেশনের ঠিক পেছনেই হেলিপ্যাড বানানো হচ্ছে। সোমবার বিকেলে সেই জায়গা পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকরা অসন্তোষ প্রকাশ করেন। জেলা বিজেপি-কে তাঁরা জানিয়ে দেন, হেলিপ্যাডের কেন্দ্রস্থল থেকে চার দিকের বেষ্টনীর যে দূরত্ব রাখতে বলা হয়েছিল, তা রাখা হয়নি। অমিত শাহের নিরাপত্তার জন্য শাল কাঠের বেষ্টনীও করা হয়নি। হেলিপ্যাডে নামার পর যে রাস্তা দিয়ে সভাস্থলে যাবেন অমিত, তার আয়োজনেও সন্তুষ্ট হননি প্রশাসনিক কর্তারা।

সভাস্থল আর হেলিপ্যাড, এই জোড়া জটের মধ্যেই আজ শুভেন্দুর গড়ে আসছেন শাহ!

Meeting Permission BJP Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy