Advertisement
১৯ মে ২০২৪

দিলীপের কার্যালয় চত্বরে বোমা

খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “আমরা বোমাটি উদ্ধার করে নিয়ে এসেছি। তবে দেখেই বোঝা যাচ্ছে সেটি গাছবোমা। তবে কীভাবে ওখানে সেটি এল সেটা দেখা হচ্ছে।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০৩:০৭
Share: Save:

দিনেদুপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধায়ক কার্যালয় চত্বর থেকে উদ্ধার হল গাছবোমা।

খড়্গপুরের সাউথসাইডে রেল বাংলোয় রয়েছে বিধায়কের কার্যালয়। শুক্রবার বাংলো চত্বরে থাকা একটি দেবদারু গাছে একটি বোমা ঝুলতে দেখা যায়। ছুটে আসেন বিজেপি কর্মীরা। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “আমরা বোমাটি উদ্ধার করে নিয়ে এসেছি। তবে দেখেই বোঝা যাচ্ছে সেটি গাছবোমা। তবে কীভাবে ওখানে সেটি এল সেটা দেখা হচ্ছে।”

এমন ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল ‘চক্রান্ত’ করে রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে। বিধায়ক বলেন, ‘‘ওটা বোমা (বিস্ফোরক জাতীয়) নয় বোম। বিজেপিকে এ ভাবে ভয় দেখানো যায় না। অসুর বধের সময় ওই বোম ফাটানো হয়। আমি হলে ফাটিয়ে দিতাম।’’ বিজেপির এক শক্তি প্রমুখ কুণাল সরকার বলেন, “এই বোমা সত্যিই গাছবোমা কি না জানি না। তবে গাছ বোমা হলেও মানুষের ক্ষতি হতে পারে।” যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের শহর সভাপতি রবিশঙ্কর পাণ্ডে বলেন, “বিজেপির রাজ্য সভাপতি কীভাবে রেল বাংলোয় রয়েছে সেটাই প্রশ্ন। আমাদের ধারনা ওরাই (বিজেপি) এই গাছ বোমা বেঁধেছে।’’ মেদিনীপুরে বিজেপির একটি কর্মসূচি থাকায় এলাকার দলীয় কর্মীরা ওই কার্যালয়ে গিয়েছিলেন। দুপুরে কর্মীরা বাংলোয় ফিরে গাছ বোমাটি দেখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bomb MLA office Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE