Advertisement
E-Paper

টুকরো খবর

পয়লা বৈশাখকে বরণ করতে প্রস্তুত শহর মেদিনীপুর। আজ, বুধবার কোথাও থাকছে নৃত্যানুষ্ঠান। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও বা ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার দিনভর শহরের নানা প্রান্তে সেই সব অনুষ্ঠানেরই প্রস্তুতির ছবি চোখে পড়ে। চলল মহড়া। শিশু সংগঠন ‘সব পেয়েছির আসর’-এর উদ্যোগে বুধবার নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ বার বর্ষবরণ অনুষ্ঠানের ৩৭তম বর্ষ।

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০০:৪৪

শহর জুড়ে নানা অনুষ্ঠানে আজ বর্ষবরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

পয়লা বৈশাখকে বরণ করতে প্রস্তুত শহর মেদিনীপুর। আজ, বুধবার কোথাও থাকছে নৃত্যানুষ্ঠান। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও বা ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার দিনভর শহরের নানা প্রান্তে সেই সব অনুষ্ঠানেরই প্রস্তুতির ছবি চোখে পড়ে। চলল মহড়া। শিশু সংগঠন ‘সব পেয়েছির আসর’-এর উদ্যোগে বুধবার নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ বার বর্ষবরণ অনুষ্ঠানের ৩৭তম বর্ষ। সকালে বিদ্যাসাগর হলের মাঠ থেকে প্রভাতফেরি বেরোবে। বিকেলে এই মাঠেই হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েরাই এই অনুষ্ঠানে যোগ দেবে। সব পেয়েছির আসরের মেদিনীপুর অঞ্চল সংগঠক জীতেশ হোড় বলেন, ‘‘প্রতি বছরই এই দিনটি আমরা উদ্‌যাপন করি। এ বারও নানা কর্মসূচির আয়োজন রয়েছে।” জেলা ক্রীড়া ও শক্তি সঙ্ঘের উদ্যোগেও বর্ষবরণের আয়োজন করা হয়েছে। এ বার ৪৯তম বর্ষ। সকালে অরবিন্দ স্টেডিয়ামের সামনে থেকে প্রভাতফেরি বেরোবে। পরে চতুর্থ শ্রেণির ছাত্রদের নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সেই ১৯৯১ সাল থেকে বর্ষবরণের অনুষ্ঠান করে আসছে ‘ক্যামেলিয়া’। এ বার ২৫তম বর্ষ। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ ক্যাম্পাসের পাশে সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেদিনীপুর ড্যান্সার্স ফোরাম’-এর উদ্যোগেও বুধবার সকালে মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন রয়েছে।

প্রতারণার নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

চাকরির টোপ দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গত সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহর থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বছর একুশের কৃষ্ণ পাসোয়ানের বাড়ি বর্ধমান জেলার দুর্গাপুরের বিজন গ্রামে। ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম প্রথম এসিজেএম আদালতে তোলা হলে ছয় দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লিফলেট বিলি করে দুর্গাপুর ডিভিসি-তে প্রশিক্ষণ দিয়ে চাকরির টোপ দেয় একটি চক্র। ওই লিফলেট দেখে যোগাযোগ করে বহু বেকার যুবক ওই চক্রের খপ্পরে পড়েন। অভিযোগ, প্রশিক্ষণ ও চাকরি দেওয়ার নাম করে ওই চক্রটি বেকার যুবকদের কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। সোমবার ওই চক্রের অন্যতম পাণ্ডা কৃষ্ণ পাসোয়ান এক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য ঝাড়গ্রামে আসেন। ওই সময় বেশ কয়েক জন প্রতারিত যুবক কৃষ্ণকে হাতে নাতে ধরে ফেলেন। ঝাড়গ্রামের বাসিন্দা পীযূষকান্তি দে নামে এর প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে ওই চক্রের মূল পাণ্ডা-সহ বাকিদের ধরার জন্য পুলিশি তত্‌পরতা শুরু হয়েছে।

মারধরের নালিশ, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

প্রতিবেশীর সঙ্গে বচসা হয়েছিল এক তৃণমূল সমর্থকের। তার জেরে প্রতিবেশী ওই পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল একদল তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের কবরডাঙায় ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত ছবিবালা ঘোষ, শম্পা ঘোষ নামে ওই পরিবারের দুই মহিলাকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে খবর, ছবিবালাদেবীর বাড়ির দরজার সামনে গণেশ মণ্ডল নামে ওই তৃণমূল সমর্থক ইট, বালি-সহ বাড়ি তৈরির কিছু সরঞ্জাম মজুত করে রেখেছিলেন। ছবিবালাদেবীরা তা সরিয়ে নিতে বলেন। রাজু অবশ্য ওই কথা কানে তোলেননি। এ দিন বিকেলে আচমকাই তিনি দলবল নিয়ে ওই পরিবারের উপর চড়াও হন বলে অভিযোগ। পরিবারের লোকজনদের মারধর করা হয়। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি আশিস চক্রবর্তীর বক্তব্য, “ঘটনা সম্পর্কে কিছু জানি না। খোঁজ নিচ্ছি।”

জ্বলদর্চির বৈঠকি আড্ডা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

সাহিত্য পত্রিকা ‘জ্বলদর্চি’ আয়োজিত বৈঠকি আড্ডা হয়ে গেল বাংলা নব্বর্ষের আগের সন্ধ্যায়। মেদিনীপুরের লোকনাথপল্লিতে পত্রিকার কার্যালয়ে আড্ডার তেমন কোনও নির্দিষ্ট বিষয় ছিল না। আর তাই প্রাণ খুলে মনের কথা বলে গেলেন অচিন্ত্য মারিক, চপল ভট্টাচার্য, প্রসূনকুমার পড়িয়া, মধুপ দে প্রমুখ। আড্ডার সূচনা হল অরূপ দণ্ডপাটের বেহালা দিয়ে। তারপর কেউ গাইলেন গান, কেউ পাঠ করলেন নিজের লেখা কবিতা। আবার কেউ এঁকে ফেললেন নতুন বছরের আশা নিয়ে ছবি। আর এই আড্ডায় সূত্রধরের কাজ করলেন সঞ্জীব ভট্টাচার্য। প্রকাশিত হল কিছু বই, জ্বলদর্চির বিশেষ নববর্ষ সংখ্যা। জ্বলদর্চির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী, রুম্পা প্রতিহার, স্মৃতি সাহারা জানালেন, বাংলা ভাষার চর্চা, বাংলা সাহিত্যের আরও বেশি করে পৃষ্ঠপোষকতার লক্ষ্যেই এই আড্ডা।

ম্যালেরিয়ায় আক্রান্ত প্রৌঢ়

ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন এক ব্যক্তি। তীর্থপতি ঘোষ নামে ওই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) রবীন্দ্রনাথ প্রধান। তিনি বলেন, ‘‘এটা প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি।” পঞ্চাশোর্ধ্ব তীর্থপতিবাবুর বাড়ি চন্দ্রকোনা থানা এলাকার পরমানন্দপুর গ্রামে। ওই গ্রামে আর কোনও ব্যক্তি এই রোগে আক্রান্ত কিনা তা-ও খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর। মঙ্গলবার গ্রামে যায় স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল। খোঁজ নিয়ে জানতে পারেন, আক্রান্ত তীর্থপতিবাবু বাইরে কোথাও যাননি। ফলে গ্রামেই যে ওই রোগ বহনকারী মশা রয়েছে সে বিষয়ে নিশ্চিত স্বাস্থ্য দফতর। তাই আর কারও শরীরে এই রোগ বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখতে ৭১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

পানশালায় দেহ উদ্ধার

পানশালার একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার বিকালে রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পানশালা থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ধনঞ্জয় চৌধুরী (৪৫)। তাঁর বাড়ি রঘুনাথপুর শহরের নন্দুয়াড়াতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালের দিকে পানশালার একটি ঘরে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কর্মীরা। তাঁরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কী ভাবে পানশালায় ঢুকলেন এবং তাঁর মৃত্যুর কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

আহত মা-ছেলে

চড়ক মেলাতে গিয়ে জেনারেটরে কাপড় জড়িয়ে জখম হলেন মা ও ১১ মাসের শিশু পুত্র। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মহিষাদলের রাজবাড়ি চত্বরের ঘটনা। আহতরা মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মহিষাদল রাজবাড়ি চত্বরে চড়ক মেলায় গিয়েছিলেন এক্তারপুরের সুমিতা আচার্য। মেলার প্রবেশ দ্বারে থাকা জেনারেটরে তাঁর শাড়ি জড়িয়ে যায়। মায়ের কোলে থাকা শিশুটিও মাটিতে ছিটকে পড়ে। সুমিতাদেবীও ওই চলন্ত জেনারেটরে আহত হয়েছেন।

কংগ্রেসের প্রচার

ভিমরাও রামজি অম্বেডকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তফসিলি উপজাতি সংরক্ষিত ওয়ার্ডে পুরভোটের প্রচার করল কংগ্রেস। মঙ্গলবার খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিএনআর পার্ক সংলগ্ন কংগ্রেস কার্যালয়ে অম্বেডকরের ছবিতে মাল্যদানের পরে হয় পদযাত্রা। আগেও এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে ছিল। তবে এ বছর তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত হওয়ায় প্রার্থী হতে পারেননি বিদায়ী কংগ্রেস কাউন্সিলর তপনকুমার বসু। এ বার এখানে কংগ্রেস প্রার্থী আশিস হেমব্রম। পদযাত্রার নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া।

ফায়ার সার্ভিস সপ্তাহ পালন
রঘুনাথপুর

ফায়ার সার্ভিস সপ্তাহ পালন শুরু করেছে রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যুৎকেন্দ্রের সিআইএসএফের সহকারী কম্যান্ডান্ট সদবীর সিংহ। দমকল বিভাগের আধিকারিক ইন্দ্রনীল কর জানান, আগুন নেভাতে গিয়ে যে সমস্ত দমকল কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের স্মৃতিতে এই অনুষ্ঠান। বিদ্যুৎকেন্দ্রের কর্মী সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের ও বাড়ির মহিলাদেরও আগুন নেভানোর প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া নিয়ে প্রবন্ধ রচনা, বসো-আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অম্বেডকরের জন্মদিনে সাফাই
বরাবাজার

বি আর অম্বেডকরের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সাফাই অভিযানে নামলেন বাসিন্দারা। বরাবাজারের সিন্দরি অঞ্চল এসসি এসটি কমিটির সদস্যেরা এ দিন সিন্দরি বাজার স্বাস্থ্যকেন্দ্র ও সিন্দরি হাইস্কুলে সাফাই অভিযান চালালেন। কমিটির অন্যতম কর্তা শ্যামাপদ হেমব্রম বলেন, ‘‘আমরা সাফাই অভিযানের সঙ্গে স্থানীয় দোকানদারদেরও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়েছি। প্রত্যেকটি দোকানে আবর্জনা ফেলার জন্য একটি ঝুড়ি রাখতে বলেছি। ঝুড়ি ভর্তি আবর্জনা বাজারের বাইরে ফেলে দিয়ে আসতে হবে।’’

দুর্ঘটনায় জখম ১৩

বাস ও ট্রাক্টরের সংঘর্ষে জখম হলেন ১৩ জন। মঙ্গলবার সকালে বেলদার শ্যামপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দিঘা থেকে মেদিনীপুর যাওয়ার পথে ওড়িশাগামী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। আহত হন দুই গাড়ির চালক, সহকারী-সহ ১৩ জন। তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঁথির সিদ্ধেশ্বর পান্ডা ও মেদিনীপুরের দীপক দত্তর আঘাত গুরুতর।

গাড়িতে আগুন

গাড়িতে গ্যাস ভর্তি করার সময় আচমকা আগুন লেগে পুড়ে গেল দু’টি গাড়ি। মঙ্গলবার দুপুরে ঘাটাল শহরের কুশপাতা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ওই ঘটনায় হতাহতের খবর নেই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy