চুরির নালিশ, তালা শিক্ষা কেন্দ্রে
নিজস্ব সংবাদদাতা • এগরা
তালা বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। গত ৯ দিন ধরে পড়াশোনার পাট বন্ধ এগরা-২ ব্লকের চার নম্বর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা খাস বুথের শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের। পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, ওই কেন্দ্রের শিক্ষিকা গীতিকা শতপথী শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী ও অন্য জিনিস বাড়িতে নিয়ে যান। তাঁকে সাবধান করেও কাজ হয়নি। সম্প্রতি ওই কেন্দ্রের সহায়িকা লিপিকা গিরির সঙ্গে গীতিকাদেবীর মনোমালিন্য হলে এই ঘটনা প্রকাশ্যে আসে। অভিভাবকদের কাছে লিপিকাদেবী এই অনিয়মের বিষয়ে জানান। গত ১৬ অক্টোবর অভিভাবকেরা ওই শিক্ষিকার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত, বিডিও, শিশু শিক্ষা কেন্দ্রের আধিকারিক ও মহকুমাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। অভিভাবকদের দাবি, তারপরেও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় ৩ নভেম্বর থেকে তারা ওই কেন্দ্রে তালা লাগিয়ে দেন। অভিভাবক জয়দেব পণ্ডা, রাধারানি বেরা বলেন, “অন্যায়ের প্রতিবাদে আমরা এই কেন্দ্রে তালা ঝুলিয়েছি। আমরা ওই শিক্ষিকার বদলি চাই।” এ দিন গীতিকাদেবী বলেন, “কিছু রাজনৈতিক দলের লোক আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে।” লিপিকা গিরি জানান, দুর্গাপুজোর সময় কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়ির চাল নিয়ে প্রশ্ন করায় গীতিকাদেবীর সঙ্গে আমার রাগারাগি হয়। পরে তাঁর ছেলে এসে আমাকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার হুমকি দেন। স্থানীয় দুই তৃণমূল কর্মী আশু জানা, তরুণ মহাপাত্রও আমার বেতন আটকে দেওয়ার হুমকি দেয়। তাঁর অভিযোগ, “গীতিকাদেবীর কাজে স্বচ্ছতা ও সততার অভাব রয়েছে।” স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুলোচনা আচার্যের অভিযোগ, “গীতিকাদেবী অসত্। উনি শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের খাবার সরিয়েছেন।” এগরা-২ ব্লকের শিশু শিক্ষা কেন্দ্রের আধিকারিক সন্দীপ চক্রবর্তী বলেন, “১৩ নভেম্বর এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।” এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “আমি এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”
স্কুলকে লক্ষ টাকা দান অবসরপ্রাপ্ত করণিকের
নিজস্ব সংবাদদাতা • এগরা
মানপত্র দান বিজনবাবুকে। —নিজস্ব চিত্র।
চল্লিশ বছরের চাকুরি জীবনে নিরলসভাবে স্কুলের বিভিন্ন কাজ সামলেছেন। অবসরের পরেও তাই স্কুলের পাশেই থাকতে চেয়েছেন এগরা-১ ব্লকের আলংগিরি রাধা বিনোদ বিদ্যাপীঠের অবরসপ্রাপ্ত করণিক বিজনবিহারী সাউ। গত ৩১ অগস্ট অবসর গ্রহণ করেছেন তিনি। দায়িত্ব ছাড়ার আঅগে স্কুলের শিক্ষার মান বাড়াতে ও উন্নতিকল্পে এক লক্ষ টাকা ও চার ডেসিমেল জমি দান করেছেন। বর্তমানে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য। জন্মলগ্ন থেকেই তিনি স্কুলের পাশে থেকেছেন। বিজনবিহারীবাবুর কথায়, “এই স্কুল আমাদের সুখ দু:খের সাথী। তাছাড়া আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যও। বাবামায়ের স্মৃতিতে স্কুলের উন্নতিকল্পে ও স্কুলের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতেই এই অর্থ ও জমি দান করেছি।” স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু গিরি জানান, বিজনবিহারীবাবু একজন প্রকৃত অভিভাবকের মতো স্কুলকে ও ছাত্রছাত্রীদের দেখতেন। তাঁর দেওয়া অর্থ ও জমি আমরা স্কুলের উন্নতির কাজেই ব্যবহার করব।” স্কুলের ইংরেজি শিক্ষক দেবাশিস সেনাপতি বলেন, “বিজনবাবু আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন।” স্কুলের নবম শ্রেণির ছাত্রী আফরিন খাতুন, দশম শ্রেণির ঐশ্বর্য মাইতি বলে, “একজন প্রকৃত অভিভাবকের মতো তাঁর কাছ থেকে আমরা শাসন ও ভালবালা দুইই পেয়েছি। যে কোনও অসুবিধায় পড়ে তাঁর কাছে গেলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।”
বিদ্যুত্ চেয়ে বিক্ষোভ বস্তি উন্নয়ন সমিতির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
রেলনগরীর বস্তি এলাকার ঝুপড়ি ঘরে বিদ্যুত্ সংযোগের দাবিতে বিক্ষোভ দেখাল শহর সিপিএমের বস্তি উন্নয়ন সমিতি। বুধবার দুপুরে খড়্গপুরের ইন্দার বিদ্যুত্ বণ্টন দফতরের ডিভিশনাল অফিস ‘শক্তি ভবনে’ বিক্ষোভের দেখায় তারা। কয়েক’শো বস্তিবাসীর উপস্থিতিতে ওই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুর বস্তি উন্নয়ন সমিতির নেতা অনিল দাস। রেলশহরের নিমপুরা, মথুরাকাটি, ওল্ড সেটেলমেন্ট, ট্রাফিক, পুরাতনবাজার-সহ ১৩টি বস্তি এলাকায় কয়েক হাজার ঝুপড়ি ঘর রয়েছে। সেগুলি রেলের এলাকায় হওয়ায় বিদ্যুত্ সংযোগ দিচ্ছে না বিদ্যুত্ বণ্টন দফতর। এনিয়ে গত বছরের ২০ নভেম্বর স্মারকলিপি দেয় সিপিএম। স্থানীয় সূত্রে খবর, এর পর কাজ অনেকটাই এগিয়েছিল। পুরসভাও ওই সব এলাকার নাগরিকদের বিদ্যুত্ সংযোগের প্রস্তাব দেয়। কিন্তু এখনও ঝুপড়িবাসীরা বিদ্যুত্ সংযোগ না পাওয়ায় বিক্ষোভ দেখায় বস্তি উন্নয়ন সমিতি। পরে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেন বস্তি উন্নয়ন সমিতির প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়েই অনিল দাস বলেন, “বহু দিন ধরেই এই দাবিতে সরব হয়েছি। প্রাক্তন সাংসদ প্রবোধ পাণ্ডাও এ নিয়ে লড়াই করেছিলেন। কাজ এগিয়ে গেলেও এখনও কেন বিদ্যুত্ সংযোগ দেওয়া হল না, এই নিয়েই বিক্ষোভ দেখিয়েছি। আলোচনায় ডিভিশনাল ইঞ্জিনিয়ারের আশ্বাস পেয়েছি।” এ দিন ডিভিশনাল ইঞ্জিনিয়ার কমলকুমার মাইতি বলেন, “পুরসভার অন্তর্ভুক্ত রেল এলাকায় বিদ্যুত্ দেওয়ার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আশা করি দ্রুত সংযোগ দেওয়া যাবে।”
এটিএমে আগুন, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ব্যাঙ্কের এটিএমে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দাঁতনে। বুধবার সকালে দাঁতনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কার্যালয়ের বাইরে এটিএম কাউন্টারে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে এটিএমের বাতানুকূল যন্ত্রের কাছে আগুন দেখা যায়। পরে বদ্ধ ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এটিএম যন্ত্রেও আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ কর্মীরাই এটিম কাউন্টারের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন দেন। পরে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এক পুলিশকর্মীর কথায়, “যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল, তাতে ব্যাঙ্কেও আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই দমকল ডাকার অপেক্ষা না করে আমরাই আগুন নিভিয়ে দিই।” এই ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেওয়া হয়। ব্যঙ্ক কর্মীরা এসে এটিএম যন্ত্রটি তালা দিয়ে যান। পরে টাকার হিসেব মিলিয়ে দেখা হবে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। পুলিশের অনুমান, শটসার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে।
আলু বোঝাই ট্রাক আটক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
চারটি আলু বোঝাই ট্রাক আটক করল গড়বেতা থানার পুলিশ। সবমিলিয়ে ৩৭০ বস্তা আলু বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই গাড়িগুলির চালক এবং খালাসিদেরও। মঙ্গলবার রাতে চারটি গাড়ি আটক করে পুলিশ। পুলিশের দাবি, গাড়িগুলিতে করে ভিন্ রাজ্যে আলু পাচার করা হচ্ছিল। প্রয়োজনীয় কাগজপত্র (চালান) না থাকায় গাড়িগুলিকে আটক করা হয়। আলু ব্যবসায়ী সমিতির অবশ্য দাবি, ভিন্ রাজ্যে নয়, এ রাজ্যের মধ্যেই আলু নিয়ে যাওয়া হচ্ছিল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক বরেণ মণ্ডল বলেন, “গাড়িতে বৈধ কাগজপত্র ছিল বলেই শুনেছি। পুলিশ আলু ব্যবসায়ীদের সঙ্গে অন্যায় আচরণ করে।ছ বুধবার গড়বেতা আদালত থেকে ধৃত চালক খালাসিদের জামিন হয়েছে।
পথ হারানো দুই শিশুকে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
হারিয়ে গিয়ে পথে ঘুরতে থাকা দুই শিশুকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে ইন্দা থেকে টাউন পুলিশ তাদের উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। এ দিন সন্ধে থেকে ওই এলাকায় অপরিচিত এই দুই শিশুকন্যা এ দিক ও দিক ঘুরছিল, আর কাঁদছিল। তাদের এক জনের বয়স তিন ও অন্য জন বছর চারেকের। পথচলতি মানুষের বিষয়টি নজরে এল তাঁরা পুলিশকে বিষয়টি জানান। টাউন পুলিশ এসে তাদের উদ্ধার করে। কোত্থেকে তারা এলাকায় এসেছে, তা বলতে না পারলেও নাম লক্ষ্মী ও সরস্বতী বলে জানিয়েছে ওই দুই শিশু। পুলিশ তার পরিবারের খোঁজ চালাচ্ছে। তবে হারিয়ে যাওয়া দুই শিশুর উদ্ধার নিয়ে পুলিশি তত্পরতায় খুশি শহরবাসী।
নতুন স্টেশনের দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক
তমলুক-দিঘা রেলপথের চণ্ডীপুরে নতুন স্টেশন ও টিকিট সংরক্ষণ কেন্দ্র চালুর দাবিতে চণ্ডীপুর বাজারে বিক্ষোভ সভা করল এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই। ওই একই দাবিতে গত শনিবার বিকেলে চণ্ডীপুর বাজারের অদূরে তমলুক-দিঘা রেলপথ অবরোধ করে বিক্ষোভ সভা করে ওই দুই সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, ওই দিন এক্সপ্রেস থামানোর চেষ্টা করলে ট্রেন থামেনি। বুধবারের বিক্ষোভ সভাতেও নতুন স্টেশন এবং টিকিট সংরক্ষণ কেন্দ্রের দাবির পাশাপাশি ওঠে সম্ভাব্য দুর্ঘটনার প্রসঙ্গও।
পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • তমলুক
ভুয়ো নথিপত্র বানিয়ে সিম কার্ড তুলে চড়া দামে তা বিক্রির চক্রে জড়িত থাকার অভিযোগে তমলুকে ধৃত পাঁচ জনের ৬ দিনের পুলিশ হেফাজত হল। মঙ্গলবার রাধামনি বাজারে একটি বেসরকারি মোবাইল সংস্থার এক ডিস্ট্রিবিউটরের অফিসে হানা দিয়ে প্রচুর ভুয়ো নথিপত্র ও সিম উদ্ধার হয়। ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
রকি খুন মামলার বিচার প্রক্রিয়া শুরু
বুধবার রকি খুনের মামলায় চার্জগঠন করে বিচার প্রক্রিয়া শুরু করল ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এ দিন মূল অভিযুক্ত অশোক শর্মা-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৬৪ (অপহরণ), ৩৬৪-এ (মুক্তিপণের জন্য অপহরণ), ২০১ (খুনের প্রমাণ লোপাট), ১২০বি (ষড়যন্ত্র) ধারায় এবং অস্ত্র আইনে চার্জগঠন করেন ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিভাস দে। মূল অভিযুক্ত অশোক শর্মা-সহ জেলবন্দি পাঁচ অভিযুক্তকেই এ দিন আদালতে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি প্রশান্ত রায় জানান, আগামী ১০ ডিসেম্বর থেকে মামলার বিচার ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ২৫ এপ্রিল ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অরণ্যশহরের তরুণ ব্যবসায়ী বছর পঁচিশের সৌরভ অগ্রবাল ওরফে রকি। গত ৬ মে ওড়িশার গঞ্জাম জেলার রম্ভা থানার পুলিশ রকির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। অবশেষে বিশেষ সূত্র ধরে পুলিশ জানতে পারে রকিকে অপহরণের পরে খুনের মূলপাণ্ডা হলেন ঝাড়গ্রামের বাসিন্দা পেশায় ঠিকাদার অশোক শর্মা। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অশোক শর্মা-সহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ। গত অগস্টে মামলাটি দায়রা সোপর্দ হয়ে বিচারের জন্য ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওঠে। রকির স্মৃতিতে তাঁর পরিজন ও শুভানুধ্যায়ীরা ‘সৌরভ মেমোরিয়াল ট্রাস্ট’ গঠন করেছেন। মঙ্গলবার রকির জন্মদিন উপলক্ষে ওই ট্রাস্টের উদ্যোগে অ্যাম্বুল্যান্স পরিবেষার উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব।
এগরার যুগ্ম পুর-প্রশাসক হিসেবে দায়িত্ব বিধায়ককে
এগরা পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ ফুরিয়েছে গত অগস্ট মাসে। ইতিমধ্যে নতুন করে পুর-নির্বাচনও হয়নি। তাই সংবিধান মেনে পুরপ্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস। তবে সম্প্রতি রাজ্যের পুর দফতর থেকে এগরা পুরসভার জন্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স অর্থাত্ পুর-প্রশাসক বোর্ডের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে পুর-প্রশাসক হিসেবে মহকুমাশাসকের সঙ্গেই দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার তৃণমূল বিধায়ক সমরেশ দাসকেও। গত পুর নির্বাচনে কংগ্রেসও তৃণমূল যৌথভাবে এগরা পুরসভা দখল করে। পরে কংগ্রেস পুরপ্রধান স্বপন নায়ক-সহ তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দিলে এগরা পুরসভা দখলে আসে তৃণমূলের। তবে তৃণমূল বিধায়কের নতুন এই দায়িত্ব নিয়ে উষ্মা প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস করমহাপাত্রের অভিযোগ, “এগরার মহকুমাশাসক নিরপেক্ষভাবে কাজ করছিলেন। এতে তৃণমূলের অসুবিধা হচ্ছিল। তাই তৃণমূলের একজনকে নিযুক্ত করে দলের সুবিধা করার চেষ্টা করা হচ্ছে।” এ বিষয়ে মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাসের বক্তব্য, “সরকারি নির্দেশ পালন করব।” বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে সমরেশবাবু বলেন, “মিথ্যা অভিযোগ। আমি স্থানীয় লোক। এলাকার মানুষের উন্নতি আমিও চাই।”
বালি বোঝাই ১৫টি লরি আটক করল ভূমি দফতর
জেলা ভূমি দফতরে আটক হওয়া লরি
বেআইনি ভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে ১৫টি বালি বোঝাই লরি আটক করল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। মঙ্গলবার রাতে ধেড়ুয়া-কেরানিতলা রাস্তা দিয়ে গাড়িগুলি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর তল্লাশি চালায়। তাতেই ১৫টি গাড়ি আটক করা হয়। কোনও গাড়িতে সরকারি অনুমতির থেকে বেশি বালি নিয়ে যাওয়া হচ্ছিল, আবার কোনও গাড়ি সরকারি অনুমতি ছাড়াই বা নকল অনুমতিপত্র নিয়ে বালি বয়ে নিয়ে যাচ্ছিল। প্রতিটি গাড়ির কাছ থেকেই নির্দিষ্ট রাজস্ব ও জরিমানা আদায় করা হবে বলে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত জানিয়েছেন। তাঁর কথায়, “এভাবে বেআইনি বালি নিয়ে গেলেই তল্লাশি চালানো হবে। করা হবে জরিমানাও।” আগে দফতরের পক্ষ থেকে নিয়মিত বেআইনি বালি তোলা বন্ধে তল্লাশি চালানো হত। তাতে সরকারি কোষাগারে রাজস্বও জমা হত লক্ষ লক্ষ টাকা। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার এক নির্দেশিকায় বালির বিষয়টি সেচ দফতরকে দেখার দায়িত্ব দেয়। যদিও সেচ দফতরের পক্ষ থেকে এই ধরনের কোনও তল্লাশি অভিযান চাালানো হয়নি। তারই সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই বেআইনি বালি তোলার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বেশ কিছু অসাধু ব্যবসায়ী।
শিশুমিত্র পুরস্কার চণ্ডীভেটি প্রাথমিক বিদ্যালয়কে
ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য উন্নত মানের পঠন-পাঠন ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাঁথি দেশপ্রাণ ব্লকের চণ্ডীভেটিবাড় প্রাথমিক বিদ্যালয়কে শিশুমিত্র পুরস্কার দিল রাজ্য শিক্ষা দফতর। মঙ্গলবার জাতীয় শিক্ষা দিবসে কলকাতার টাউন হলের এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক অসীম প্রধানের হাতে স্মারক, শংসাপত্র-সহ নগদ ২৫ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। স্কুলের সীমাবদ্ধ পরিকাঠামোর মধ্যে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ঘর, ওয়েবসাইট চালু ছাড়াও পড়ুয়াদের পঠন-পাঠন পদ্ধতি, শ্রেণিকক্ষ সজ্জার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। অসীমবাবু জানান, বিদ্যালয়ের জায়গাতে স্বেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় বিভিন্ন ফল ও ফুলের বাগান করা ছাড়াও শিশু উদ্যান, সব্জি চাষের বাগান ও পুকুরে নিয়মিত মাছ চাষ করা হয়। অন্য দিকে কাজলা জনকল্যাণ সমিতির কো- অর্ডিনেটার বিবেকানন্দ সাহু বিদ্যালয়ের এই সাফল্যে খুশি। তিনি বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ সকলেই বিদ্যালয়ের গুণগত মান রক্ষার যে আপ্রাণ চেষ্টা করেছেন, ‘শিশুমিত্র’ পুরস্কার তারই স্বীকৃতি।”
শুরু প্রথম বিভাগীয় ফুটবল
অরবিন্দ স্টেডিয়ামে চলছে খেলা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
শুরু হল মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা। বুধবার থেকে শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগেই মহকুমাস্তরে প্রথম বিভাগীয় ফুটবল হয়েছে। মহকুমাস্তরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। জেলার চারটি মহকুমার আটটি দল নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন। এই আটটি দল হল মেদিনীপুরের ক্ষুদিরামনগর সুভাষ কর্নার, স্পোটর্সম্যান রিক্রিয়েশন ক্লাব, খড়্গপুরের কমন স্পোর্টিং ক্লাব এবং খড়্গপুর ফুটবল ক্লাব, ঝাড়গ্রামের ধাঙ্গরি আদিবাসী পল্লী উন্নয়ন সংস্থা, কেশিয়া জুয়ান গাঁওতা এবং ঘাটালের ঘাটাল অগ্রগামী ক্লাব, ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন প্রথম খেলায় মুখোমুখি হয় ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ধাঙ্গরি আদিবাসী পল্লী উন্নয়ন সংস্থা। ২- ০ গোলে জয়ী হয় ঝাড়গ্রামের দলটি। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন অমিয় ভট্টাচার্য, রবি হাতি, বিনয় বসু, শান্তিময় মুখোপাধ্যায়, অমিয় সেনের মতো প্রাক্তন ফুটবলাররা। পাশাপাশি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাস মাল, যুগ্ম সম্পাদক বিদ্যুত্ বসু, সহ- সভাপতি আশিস চক্রবর্তী।
১৪ দফা দাবিতে কৃষকসভার মিছিল
আলু বীজের কালোবাজারি বন্ধ করা-সহ মোট ১৪ দফা দাবিতে বুধবার মেদিনীপুরে মিছিল করে সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভা। জেলা কৃষি আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিও হয়। পরে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্বের দাবি, কৃত্রিম অভাব সৃষ্টি করে আলু বীজের কালোবাজারি করার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগে কৃষকদের আলু বীজ সরবরাহ করতে হবে। এ দিন দুপুরে কৃষকসভার পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন নেতৃত্ব।
মৃত্যু যুবতীর
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। বুধবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে বেলদার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম দীপালি মাহাতো (৩৫)। তিনি কেশিয়াড়ির লালুয়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পশ্চিম মেদিনীপুরের বেলদা ঢোকার মুখে তিনি সাইকেলে করে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময়ই পিছন থেকে আসা একটি লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের দাবি, ওই দুর্ঘটনার পর থেকে লরির চালক পলাতক।
যুব সংসদ
খড়্গপুর-২ ব্লকের ব্লক ভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা হল চকমকরামপুর হাইস্কুলে। মঙ্গলবার ব্লকের বিভিন্ন স্কুল প্রতিযোগিতায় যোগ দেয়। যুব সংসদ প্রতিযোগিতা, ক্যুইজ ও তাত্ক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নিজেদের কৃতিত্বের ছাপ রাখেন। প্রথম স্থান অধিকার করেছে জনার্দনপুর হাইস্কুল, দ্বিতীয় চকমকরামপুর হাইস্কুল ও তৃতীয় হয়েছে তেতুলমুড়ি আরএসএন হাইস্কুল।
ধর্ষণের নালিশ
সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল হোসেন নামে বছর বাইশের এক যুবককে ধরল পুলিশ। বুধবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ধর্মদাসবাড়ের বাসিন্দা রেজাউল করালার একটি হোটেলে কাজ করে। মহরম উপলক্ষে সে বাড়ি এসেছিল।
যুবকের দেহ উদ্ধার
মঙ্গলবার সন্ধ্যায় মহিষাদলের গেওখালিতে হুগলি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে।
দেহ উদ্ধার
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘাটালে। মৃতের নাম আশালতা বেরা (৩৫)। মঙ্গলবার সকালে ঘাটাল থানার হরিসিংহপুরের ঘটনা। এ দিন পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।