Advertisement
০৪ মে ২০২৪

গোঁফ কেটেও রক্ষা নেই! ধরিয়ে দিল ‘ফুটেজ’

চুরির পরে বোধহয় সে বুঝতে পেরেছিল দুষ্কর্মের ছবি সিসিটিভি ক্যামেরায় উঠে গিয়েছে। তাই তড়িঘড়ি গোঁফ কামিয়ে ফেলেছিল। তাতেও অবশ্য শেষরক্ষা হল না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই মেদিনীপুর শহরে এক রেস্তোরাঁয় চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।  

দুই-ছবি: সিসিটিভি ফুটেজে ও গ্রেফতারের পর বিল্টু। নিজস্ব চিত্র

দুই-ছবি: সিসিটিভি ফুটেজে ও গ্রেফতারের পর বিল্টু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০২:২৪
Share: Save:

চুরির পরে বোধহয় সে বুঝতে পেরেছিল দুষ্কর্মের ছবি সিসিটিভি ক্যামেরায় উঠে গিয়েছে। তাই তড়িঘড়ি গোঁফ কামিয়ে ফেলেছিল। তাতেও অবশ্য শেষরক্ষা হল না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই মেদিনীপুর শহরে এক রেস্তোরাঁয় চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিল্টু মাল। বাড়ি মেদিনীপুর শহরের লালদিঘিতে। জেলা পুলিশের এক কর্তা মানছেন, “রেস্তোরাঁয় থাকা সিসিটিভির ফুটেজ দেখেই দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে।’’ ওই যুবক হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে ওর ছবি সিসিটিভিতে ছবি উঠে গিয়েছে। তাই গোঁফ কেটে ফেলেছিল। তবে লাভ হয়নি।’’ পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে ধৃত যুবক।

মেদিনীপুর শহরের গোলকুয়াচকের অদূরে, হোমিওপ্যাথি কলেজ রোডের কাছে ওই রেস্তোরাঁয় বুধবার রাতে চুরির ঘটনা ঘটে। খোওয়া যায় একটি ল্যাপটপ এবং নগদ প্রায় দু’হাজার টাকা। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ঘটনার তদন্তে নেমে পুলিশ। শুরুতেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, রাতে এক যুবক রেস্তোরাঁয় ঢুকে চুরি করছে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর থেকেই বিল্টুকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে খোওয়া যাওয়া ল্যাপটপটি উদ্ধার হয়েছে।

সম্প্রতি মেদিনীপুরে একাধিক চুরির ঘটনার কিনারা সিসিটিভির ফুটেজ দেখেই হয়েছে। মাস খানেক আগে তাঁতিগেড়িয়ায় এক মোবাইল দোকানে চুরি হয়েছিল। সেই ঘটনার কিনারাও দোকানের সিসিটিভির ফুটেজ দেখেই করা হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। রেস্তোরাঁ, দোকানে তাই সিসিটিভি ক্যামেরা রাখার পরামর্শ দিচ্ছে জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘আমরা ব্যবসায়ীদের বলছি, দোকানে সিসিটিভি রাখুন। এর ফলে, অনভিপ্রেত কিছু হলে তা ছবিতে ধরা থাকবে। দোকানের নিরাপত্তাও অনেক গুণ বেড়ে যাবে।’’ অপরাধমূলক কাজকর্ম ঠেকাতে শহরে পুলিশি নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলেও পুলিশের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Arrest CCTV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE