Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বাসস্ট্যান্ড উন্নয়নে বাধা দিচ্ছে কেন্দ্র, অভিযোগ শুভেন্দুর

বন্দর শহরের টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ড গড়ার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। হলদিয়া পুরসভা সূত্রে খবর, বাসস্ট্যান্ড গড়া নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাতবার বৈঠক হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০১:১৮
Share: Save:

বন্দর শহরের টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ড গড়ার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। হলদিয়া পুরসভা সূত্রে খবর, বাসস্ট্যান্ড গড়া নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাতবার বৈঠক হয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নীতীন গড়কড়ীর সঙ্গে দেখা করে চিঠি দিয়েও কোন ফল মেলেনি।

শিল্পশহর হলদিয়ায় আধুনিক মানের বাস টার্মিনাসের চাহিদা অনেক দিনের। বন্দরের জমির ওপর গড়ে ওঠা হলদিয়া বাস টার্মিনাস থেকে প্রতিদিন ৪৫টি বিভিন্ন রুটের দেড়শোটির বেশি বাস ছাড়ে। কিন্তু বাস টার্মিনাসে শৌচাগার, পানীয় জল, আলো, যাত্রী ছাউনি কোনও পরিকাঠামোই নেই। বর্ষাকালে খালের জল স্ট্যান্ডে উঠে আসে। আলো না থাকায় বাস যাত্রী, পরিবহণ কর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রায়ই বাসের যন্ত্রাংশ চুরি হয়ে যায়। যাত্রীদের জিনিসপত্র ছিনতাই হয় বলে অভিযোগ।

হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলের অভিযোগ, টাউনশিপে বন্দরের জায়গার ওপর দীর্ঘদিন ধরে রয়েছে হলদিয়া বাসস্ট্যান্ড। এখানে তিন একর জমি রয়েছে। এই জমিটি লিজ রেন্ট পদ্ধতিতে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ পুরসভাকে দিয়েছে। পুরসভা দেড় লক্ষ টাকা ভাড়া দেয় বন্দরকে। অথচ বন্দর কর্তৃপক্ষ এখানে পুরসভাকে কোনও স্থায়ী কাঠামো গড়তে দিচ্ছে না। খোদ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘হলদিয়ায় আমরা উন্নয়নের কাজ করছি। আর শহরে আধুনিক মানের বাস টার্মিনাস গড়া যাচ্ছে না। আমরা কাজ করতে চাই। কিন্তু জমির ক্ষেত্রে বন্দরের ছাড়পত্র পাওয়া যাচ্ছে না।’’

হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান (প্রশাসন) অমল দত্ত বলেন, ‘‘পরিবহণমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করি সমস্যা দ্রুত মিটে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE