Advertisement
১১ জুন ২০২৪

সৌরভ খুনে সিআইডি তদন্তের দাবি

রেলের ইঞ্জিনিয়ার সৌরভ কুমার খুনের পরে প্রায় ৯ মাস হতে চলল। তবে তদন্তে তেমন অগ্রগতি হয়নি। সৌরভের পরিজনেরা তাই এ বার সিআইডি তদন্তের দাবি তুললেন।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৮:০৩
Share: Save:

রেলের ইঞ্জিনিয়ার সৌরভ কুমার খুনের পরে প্রায় ৯ মাস হতে চলল। তবে তদন্তে তেমন অগ্রগতি হয়নি। সৌরভের পরিজনেরা তাই এ বার সিআইডি তদন্তের দাবি তুললেন।

মঙ্গলবার দুপুরে খড়্গপুর টাউন থানায় এসে সৌরভ হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তাঁর দাদা, বিহারের অখিলাবাদের বাসিন্দা বিপিন কুমার। সঙ্গে ছিলেন বিপিনের শ্যালক কুণাল কুমার-সহ তিনজন। তাঁদের দাবি, নানা মহলে দরবার করেও লাভ হয়নি। এমনকী পুলিশ এখনও ফরেন্সিক রিপোর্ট দেখাতে পারেনি। বিপিন বলেন, “আমরা কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন মহলে জানিয়েছি। সিবিআই তদন্ত দাবি করেছি। কিন্তু কেউ সাহায্য করেনি। আমাদের পক্ষে বারবার খড়্গপুর আসা সম্ভব নয়। তাই আমরা চাই সিবিআই না হোক ভাইয়ের খুনে অন্তত সিআইডি তদন্ত করা হোক।’’

এ দিনও তদন্তকারী অফিসার তেমন আশা দিতে পারেননি। আজ, বুধবার ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ)-এর সঙ্গে দেখা করবেন বিপিনরা।

রেল কারখানার চিফ ডিপো মেটেরিয়াল সুপারিন্টেনডেন্ট কর্মরত ছিলেন সৌরভ। থাকতেন খড়্গপুর শহরের গোলবাজার মসজিদ সংলগ্ন রেল কোয়ার্টারে। গত ২২ সেপ্টেম্বর ওই কোয়ার্টারেই মেলে তাঁর দেহ। পুলিশ জানায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যদিও পরিজনেদের দাবি ছিল, এটা খুন। তবে পুলিশ প্রথমে খুনের মামলা রুজু না করায় সমালোচনার ঝড় ওঠে। পরে চাপের মুখে মামলায় খুনের ধারা যুক্ত হয়। এরপরে জেসিকা লাল অথবা আরুষি হত্যা মামলার ধাঁচে সোশ্যাল মিডিয়ায় সৌরভের জন্য বিচার চেয়ে জনমত গঠন হয়। খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্যুইট বার্তায় জানান, ‘পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীরা ছাড় পাবে না।”এখনও পর্যন্ত দু’জন গ্রেফতার হওয়া ছাড়া অবশ্য তদন্ত এগোয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CID murder case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE