Advertisement
১৮ মে ২০২৪

হুকিংয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

স্থানীয় এক মহিলা সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার মারা যান।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০০:০৭
Share: Save:

বেআইনি কোনও কিছুর দিকে যাঁর নজর রাখার কথা, তাঁর বেআইনি কাজের বলি হলেন এক মহিলা। এমনই অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ ওই সিভিক ভলান্টিয়ার নিজের বাড়ির নির্মাণ কাজের জন্য হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। স্থানীয় এক মহিলা সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার মারা যান।

পুলিশ জানিয়েছে, সবিতা দাস নামে (৩৮) ওই মহিলা নন্দীগ্রাম-২ ব্লকের ঠাকুরচকের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সবিতাদেবী মাঠে গরু চরাতে গিয়েছিলেন। রাস্তায় বিদ্যুতের কাটা তারে জড়িয়ে যায় গরু। তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবিতাদেবী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর নাগাদ সেখানে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

মৃতের স্বামী প্রজাপতি দাস বলেন, ‘‘স্ত্রী গরু নিয়ে মাঠে গিয়েছিল। কিন্তু বিদ্যুতের কাটা তার বুঝতে না পেরে তাতে জড়িয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।’’

অভিযুক্ত রাজু সামন্ত নামে ওই সিভিক ভলান্টিয়ার নন্দীগ্রাম থানায় কাজ করত বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাজুর নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেখানে বিদ্যুতের দরকার ছিল। তাই পাশেই একটি ট্রান্সফর্মার থেকে হুকিং করা হয়েছিল। হুকিংয়ের জন্য পাতা লাইন ছিঁড়ে পড়ে। তা বুঝতে না পারায় গরু ও সবিতাদেবী তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু’জনেই মারা যায়। তবে রাত পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

আইনের রক্ষক হয়েও কী ভাবে একজন এমন বেআইনি কাজ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামের মানুষ। এলাকাবাসীর একাংশের অভিযোগ, এলাকায় নজরদারির জন্য সিভিক ভলান্টিয়ার রয়েছে। কিন্তু তারা সরকারি সম্পত্তি ‘চুরি’ করা সত্ত্বেও তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। স্থানীয় খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানি মণ্ডল বলেন, ‘‘প্রত্যন্ত এলাকা হওয়ায় ওই জায়গাগুলিতে বিদ্যুৎ চুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তার উপর ওই এলাকায় কোনও নজরদারি ছিল না।

হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। যদি কেউ লিখিত অভিযোগ করেন তা হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’’ ঘটনার পর থেকেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গা ঢাকা দিয়েছে বলে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hoocking Civic volunteer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE