Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দু’ মাস পারিশ্রমিক মেলেনি, সঙ্কটে সিভিক ভলান্টিয়াররা

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে মেলার মাঠে ভিড় সামলানোর কাজে প্রায়ই তাদের কাজে লাগানো হয়। দৈনিক মজুরির ভিত্তিতে রাজ্যের বিভিন্ন থানায় নিযুক্ত রয়েছেন সিভিক ভলান্টিয়াররা। গত মার্চ মাস থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার সিভিক ভলান্টিয়াররা পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। চলতি মাসও শেষ হওয়ার মুখে। পারিশ্রমিক না পেয়ে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:৫৫
Share: Save:

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে মেলার মাঠে ভিড় সামলানোর কাজে প্রায়ই তাদের কাজে লাগানো হয়। দৈনিক মজুরির ভিত্তিতে রাজ্যের বিভিন্ন থানায় নিযুক্ত রয়েছেন সিভিক ভলান্টিয়াররা। গত মার্চ মাস থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার সিভিক ভলান্টিয়াররা পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। চলতি মাসও শেষ হওয়ার মুখে। পারিশ্রমিক না পেয়ে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক না পাওয়ার জেরে সমস্যার কথা স্বীকার করছেন। যদিও পারিশ্রমিক পেতে দেরি হওয়ার কারণ তাঁরা জানাতে পারেননি।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘আমি সবে জেলায় এসেছি। তাই জেলায় সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক পেতে দেরি হওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’’ তিনি বলেন, ‘‘রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সেই কারণে পারিশ্রমিক পেতে কিছুটা দেরি হতে পারে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন থানা মিলিয়ে প্রায় ৪ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার রয়েছেন। থানার নির্দেশ অনুযায়ী এইসব সিভিক ভলান্টিয়ারদের বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হয়। দৈনিক ১৪১ টাকা ৮১ পয়সা পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে গড়ে ২০ দিন করে তাদের কাজ দেওয়া হয়। অর্থাৎ প্রতি মাসে এক জন সিভিক ভলান্টিয়ারের সাকুল্যে ২৮০০ টাকা পারিশ্রমিক পাওয়ার কথা। সাধারণত প্রতি মাসের শেষে থানা থেকে নগদে এই পারিশ্রমিক দেওয়া হয়। তবে গত মার্চ মাস থেকে পারিশ্রমিক না মেলায় সঙ্কটে সিভিক ভলান্টিয়াররা।

জেলার বিভিন্ন থানার সিভিক ভলান্টিয়াররা জানান, আগে আমাদের নগদে পারিশ্রমিক দেওয়া হত। পরে জানানো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ওই পারিশ্রমিক দেওয়া হবে। এ জন্য গত ফেব্রুয়ারি থেকে প্রত্যকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নেওয়া হয়। এই প্রক্রিয়া এখনও চলছে। কিন্তু গত মার্চ মাস থেকে সিভিক ভলান্টিয়াররা পারিশ্রমিক পাননি। চলতি মে মাস হতে চললেও মার্চ ও এপ্রিল মাসের বেতন না পাওয়ার ফলে আর্থিকভাবে সমস্যার মুখে পড়তে হয়েছে ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE