Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এ বার অনশনের হুঁশিয়ারি পুরসভার সাফাই কর্মীদের

ধর্মঘট চলছিলই। এ বার রিলে অনশনের হুঁশিয়ারি দিল মেদনীপুর পুরসভার সাফাই মজদুর ইউনিয়ন। আজ, মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিতে পারে। কাল, বুধবার থেকে রিলে-অনশন শুরু হবে। পুরসভা ও সাফাই কর্মী দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমস্যার সমাধানসূত্র বেরোয়নি।

আবর্জনা জমছে মেদিনীপুরের রাস্তায়।

আবর্জনা জমছে মেদিনীপুরের রাস্তায়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ০০:৫৬
Share: Save:

ধর্মঘট চলছিলই। এ বার রিলে অনশনের হুঁশিয়ারি দিল মেদনীপুর পুরসভার সাফাই মজদুর ইউনিয়ন। আজ, মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিতে পারে। কাল, বুধবার থেকে রিলে-অনশন শুরু হবে।

পুরসভা ও সাফাই কর্মী দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমস্যার সমাধানসূত্র বেরোয়নি। সাফাই কর্মী সংগঠনের নেতা তপন মুখোপাধ্যায় বলেন, “পুর-কর্তৃপক্ষ এখনও শ্রমিকদের ব্যাপারে উদাসীন। আলোচনার ইচ্ছাপ্রকাশই করছেন না। ফলে, ধর্মঘট চলবে। এ বার শ্রমিকেরা রিলে অনশন শুরু করবেন।” উপপুরপ্রধান জিতেন্দ্রনাথ দাসের বক্তব্য, “ধর্মঘট নিঃশর্ত ভাবে প্রত্যাহার করতে হবে। তারপরে আলোচনা হতে পারে।”

মজুরি বৃদ্ধি-সহ কয়েক দফা দাবিতে গত শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেছেন মেদিনীপুর পুরসভার সাফাই কর্মীরা। সংস্যা মোকাবিলায় কাউন্সিলরদের পরিস্থিতি নজরে রাখার পরামর্শ দিয়েছেন পুর-কর্তৃপক্ষ। একাংশ কাউন্সিলর স্থানীয় শ্রমিকদের দিয়ে আবর্জনা সাফাই করাচ্ছেন। তা সত্ত্বেও শহরের কিছু এলাকায় আবর্জনা জমতে শুরু করেছে। এ ভাবে ধর্মঘট চলতে থাকলে আগামী দিনে সমস্যা বড় আকার নেবে বলেই আশঙ্কা শহরবাসীর। সোমবার তপনবাবু দাবি করেন, “বাইরে থেকে শ্রমিক এনে শহরে কাজ করাতে চাইছেন পুর-কর্তৃপক্ষ।” দাবি উড়িয়ে উপ-পুরপ্রধান বলেন, “সব শ্রমিক আন্দোলনে নেই। তাই শহরে আবর্জনা যথারীতিই সাফাই হচ্ছে।” ইতিমধ্যে ধর্মঘটকে অবৈধ বলে ঘোষণা করেছেন পুর-কর্তৃপক্ষ। উপ-পুরপ্রধান বলেন, “অন্যায্য দাবিতে আন্দোলন হচ্ছে। এখনই আলোচনায় বসে প্রতিশ্রুতি দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE