জেলা কংগ্রেস সভাপতির পদে নিযুক্ত হয়েই তৃণমূলে যাওয়া পুরনো কংগ্রেস কর্মীদের কংগ্রেসে ফেরার আবেদন করলেন সমীর রায়। যাঁকে কয়েকদিন আগেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন।
বৃহস্পতিবার মেদিনীপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে সমীর জানান, বর্তমানে তৃণমূল ভেঙে চুরমার হচ্ছে, এতে লাভবান হচ্ছে বিজেপি। দুটো দলই দুর্নীতিতে ভরা, চরম অপশাসন। অথচ কংগ্রেস ভেঙেই তৃণমূল হয়েছিল। এখন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন অধীর চৌধুরী। কংগ্রেসের পালে নতুন হাওয়া লেগেছে। তৃণমূলে যাওয়া প্রাক্তন কংগ্রেস সহকর্মীদের আহবান জানাচ্ছি কংগ্রেসে ফেরার।’’ জেলা কংগ্রেস সভাপতি বলেন, ‘‘তৃণমূলের আদর্শবাদী নেতা - কর্মীরা ছটফট করছেন। তাঁরা ফিরে আসুন পুরানো দলে। মানুষ চাইছেন কংগ্রেস এরাজ্যে প্রয়োজনীয় ভূমিকা পালন করুক।’’
বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি বলেন, ‘‘বাম - কংগ্রেস জোট করেই লড়াই হবে, বিধানসভা ভোটে একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে এই জোট ইতিহাস তৈরি করবে।’’ বুধবার মেদিনীপুর শহরে বামফ্রন্টের মহামিছিলে কংগ্রেসের অনেক নেতাকেই দেখা যায়নি কেন? সমীরের জবাব, ‘‘ওটা আমাদের যৌথ কর্মসূচি ছিল না। আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা সবাই গিয়েছি।’’ তৃণমূলে যাওয়া কংগ্রেস কর্মীদের পুরনো দলে ফেরার ডাক দেওয়া প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘ক্রমেই অস্তিত্বহীন হয়ে পড়া একটা দলে কে আর যাবে! আর তৃণমূল বিরোধী কোনও জোটই ধোপে টিকবে না এবারও।’’