করোনাভাইরাসের সংক্রমণের ভয় ঢুকছে সকলের মধ্যেই। সেই ভয়ের চোটে টাকাকেও জীবাণুনাশক মিশ্রিত জলে ধুয়ে শুকচ্ছেন ব্যবসায়ী!
সম্প্রতি এমন ছবিই সামনে এসেছে খেজুরি-২ ব্লকের হলুদবাড়ি বাজারে।সেখানে এক ভূষিমাল ব্যবসায়ী শুধু টাকা জীবাণুনাশক মিশ্রিত জলে ধুচ্ছেই না, তা কাগজের উপরে রেখে শুকনো-ও করছেন।
হলুদবাড়ি স্কুল মোড় দোকান রয়েছে দোকানদার ননীগোপাল সাউের। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লেনদেন করা টাকা জলে ধুয়ে নিতে। কয়েন তো রয়েছেই, নোটও ধুতে বাদ দিচ্ছেন না ননীগোপাল।সম্প্রতি ননীর ওই কাণ্ডের একটি ছবি ভাইরাল হয়েছে।তাতে দেখা গিয়েছে, দোকানের দরজার সামনে একটি পাত্রে জীবাণুনাশক মিশ্রিত জল রাখা রয়েছে। ক্রেতাদের কাছ থেকে পাওয়া নোট তিনি ওই পাত্রের জলে ধুয়ে নিচ্চেন। পরে ভিজে যাওয়া টাকা দোকানের মধ্যে খবরের কাগজের ভাঁজে রেখে শুকিয়েও নিচ্ছেন।