তাঁদের নিয়েই ভয়-ভীতি-উদ্বেগ। পরিসংখ্যানও বলছে, পরিযায়ী শ্রমিকেরা ভিন্ রাজ্য থেকে জেলায় ফিরতেই করোনার সব হিসেব ওলট-পালট হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
এখন সেই সংখ্যার হিসেবই জানান দিচ্ছে, পশ্চিম মেদিনীপুর জুড়ে করোনায় সুস্থতার হারে ঢের এগিয়ে পরিযায়ীরা। দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত পরিযায়ীদের মধ্যে প্রায় ৯১ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত পরিযায়ীদের মধ্যে মৃত্যুর হারও মাত্র ১.৪ শতাংশ।
এই হিসেবে আশার আলো দেখছে জেলার স্বাস্থ্যভবন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘এখন সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা প্রায় রোজই বাড়ছে। করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের মধ্যেও সুস্থতার হার অনেক বেশি।’’ তিনি আরও জুড়ছেন, ‘‘এখন প্রতিদিন জেলায় নতুন করে যত রোগী আক্রান্ত হচ্ছেন, তার থেকেও বেশি রোগী হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন।’’
সামগ্রিক ভাবে এই জেলায় আক্রান্ত হওয়ার হারও কম। হিসেব বলছে, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা পরীক্ষা হয়েছে ২১,৯০৬ জনের। আর করোনা আক্রান্ত হয়েছেন ৩২১ জন। অর্থাৎ মাত্র দেড় শতাংশের করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। জেলার এক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘এই তথ্য অবশ্যই স্বস্তির।’’