Advertisement
E-Paper

একশো দিনে দুর্নীতি, পূর্বে অভিযুক্ত দুই পঞ্চায়েত প্রধান

কোথাও রাজ্যের শাসক দল তৃণমূল আবার কোথাও বিরোধী বামফ্রন্ট। একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার দুই গ্রামপঞ্চায়েত প্রধান-সহ চার কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, ‘‘তদন্তের পর নন্দীগ্রাম-১ ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত ও দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান-সহ পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, নির্বাহী সহায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০০:১২
বামুনিয়া পঞ্চায়েত প্রধানের ঘরে তালা তৃণমূলের।—নিজস্ব চিত্র।

বামুনিয়া পঞ্চায়েত প্রধানের ঘরে তালা তৃণমূলের।—নিজস্ব চিত্র।

কোথাও রাজ্যের শাসক দল তৃণমূল আবার কোথাও বিরোধী বামফ্রন্ট। একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার দুই গ্রামপঞ্চায়েত প্রধান-সহ চার কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, ‘‘তদন্তের পর নন্দীগ্রাম-১ ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত ও দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান-সহ পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, নির্বাহী সহায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম-১ ব্লকে তৃণমূল পরিচালিত সামসাবাদ গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে পুকুর খননের কাজ নিয়ে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা প্রশাসনের তরফে তদন্ত করার পরে ওই অভিযোগের প্রমাণও মেলে। এরপরেই জেলা প্রশাসনের নির্দেশে সোমবার নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সামসাবাদ প়ঞ্চায়েত প্রধান অতনু জানা ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, নির্বাহী সহায়কের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করা হয় নন্দীগ্রাম থানায়।

পঞ্চায়েত প্রধান অতনু জানার সঙ্গে এ দিন ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে এই ঘটনায় অস্বস্ত্বিতে পড়েছেন নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহেরের বক্তব্য, ‘‘একশো দিনের কাজে আর্থিক অনিয়ম নিয়ে ওই পঞ্চায়েত প্রধান-সহ অফিসের দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশাসন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’’

অন্য দিকে জেলারই দেশপ্রাণ ব্লকের বামফ্রন্ট পরিচালিত বামুনিয়া গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে বনসৃজন কাজের ভুয়ো বিল জমা দিয়ে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বামফ্রন্ট পরিচালিত বামুনিয়া গ্রামপঞ্চায়েতের বড় বানতলিয়া মৌজায় একশো দিনের কাজের প্রকল্পে সামাজিক বনসৃজনের কাজ করার জন্য ২৪ হাজার ৪০০ টাকা খরচ দেখানো হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রশাসনের কাছে অভিযোগ আসে গাছ লাগানোর কাজ হয়নি। প্রশাসনের তরফে তদন্তের পর অভিযোগের সত্যতাও প্রমাণিত হয়। ওই পঞ্চায়েতের দুর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলে তৃণমূলের তরফে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এমনকী বিরোধীদের তরফে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। হাইকোর্ট ওই পঞ্চায়েতের আর্থিক দুর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এরপরই জেলা প্রশাসনের নির্দেশে গত পয়লা এপ্রিল দেশপ্রাণ ব্লকের বিডিও বামুনিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান বামফ্রন্ট শরিক সমাজবাদী পার্টির শিশির জানা, ওই গ্রামপঞ্চায়েতের নির্বাহী সহায়ক মহেশ্বর মণ্ডল ও নির্মাণ সহায়ক অজিতাভ পাত্রের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয়ের বিষয়ে কাঁথির জুনপুট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে বামুনিয়া গ্রামপঞ্চায়েত প্রধান-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার পঞ্চায়েত প্রধানের ঘরে তালা মেরে দেন তৃণমূল কর্মীরা। বামুনিয়া গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা কল্লোল পালের অভিযোগ, ‘‘প্রধান-সহ অন্যান্য জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে টালবাহনা করা হয়েছিল। সেজন্য বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। অভিযুক্তদের দ্রুত পুলিশি গ্রেফতারের দাবিতে এ দিন পঞ্চায়েত অফিসে তালা দেওয়া হয়েছে।’’ ওই গ্রামপঞ্চায়েতের প্রধান শিশির জানার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে শিশিরবাবুর দল সমাজবাদী পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক রণজিৎ মান্নার দাবি, ‘‘শিশিরবাবু পরিচ্ছন্ন লোক। তৃণমূল চক্রান্ত করেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।’’

Block officer Panchayat Pradhan Tamluk Nandigram Sisir Jana Atanu Jana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy