Advertisement
০৩ মে ২০২৪

জোটের গুরুত্ব বোঝাতে ব্যর্থ, মানছে সিপিএম

জোটের গুরুত্ব বোঝানো যায়নি মানুষকে। ভোটে ভরাডুবির পরে তা মানছে সিপিএম। আর রয়েছে সাংগঠনিক দুর্বলতা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সাধারণ সভায় সেই সঙ্কট মোচনের পথ বাতলালেন রাজ্য নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:১০
Share: Save:

জোটের গুরুত্ব বোঝানো যায়নি মানুষকে। ভোটে ভরাডুবির পরে তা মানছে সিপিএম। আর রয়েছে সাংগঠনিক দুর্বলতা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সাধারণ সভায় সেই সঙ্কট মোচনের পথ বাতলালেন রাজ্য নেতৃত্ব।

বিদ্যাসাগর হলে এই সভায় ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য মদন ঘোষ এবং দীপক সরকার। নেতৃত্বের মতে, জনসংযোগে ঘাটতি থেকে গিয়েছে। মধ্যবিত্তের মধ্যে সমর্থন হ্রাস রোধ করা যায়নি। শ্রেণি সংগ্রামের মধ্য দিয়েই যে এই পরিস্থিতি কাঠিয়ে ওঠা সম্ভব, এ দিন তা-ও বুঝিয়ে দেন তাঁরা। মদনবাবুর বার্তা, নিবিড় জনসংযোগ গড়ে তোলা গেলেই দল ঘুরে দাঁড়াবে। একই বার্তা দেন দীপকবাবুও।

জেলা সিপিএমের একাংশ নেতৃত্ব এ দিন স্বীকার করেন, মানুষকে জোটের গুরুত্ব বোঝানো যায়নি। যা বিধানসভা ভোটে খারাপ ফলের অন্যতম প্রধান কারণ। জেলা সিপিএমের এক নেতার কথায়, “সময় এতই কম ছিল যে কংগ্রেসের সঙ্গে এই বোঝাপড়া জোট না আসন সমঝোতা না আসন ভাগাভাগি সেটা মানুষকে বোঝানো সম্ভব হয়নি।” সভায় জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন জোনাল সম্পাদক, জোনাল কমিটির সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alliance CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE