৪ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার ছ’ঘণ্টার মধ্যে সেই টাকা উদ্ধার করল দাসপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ছ’জন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার আমডাংরা মাঠের কাছে এই ঘটনা ঘটে। প্রতি এক লক্ষ টাকার লেনদেনে মিলবে অতিরিক্ত ১০ হাজার টাকা, মোবাইল ফোনে আসা এই প্রলোভনমূলক অফারের ফাঁদে পা দিয়ে, দুই বন্ধু সুদীপ পাল এবং শুভেন্দু দণ্ডপাত দাসপুর থানা সংলগ্ন আমডাংরা মাঠে প্রায় ৪ লক্ষ টাকা সঙ্গে নিয়ে হাজির হন। সেখানেই তিনটি বাইকে করে এসে দুষ্কৃতীরা আচমকাই তাঁদের উপর চড়াও হন, মারধর করেন বলেও অভিযোগ, তার পর সেই টাকা নিয়ে তারা চম্পট দেন।
আরও পড়ুন:
সুদীপ এর পর থানায় অভিযোগ দায়ের করার পরে তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। এলাকায় লাগাতার তল্লাশি অভিযান চালানোর পর সেই দিনই রাতে দুষ্কৃতীদের গ্রেফতার করে তারা। উদ্ধার হয় প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও তিনটি বাইক। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হয়।
দাসপুর থানার এই দ্রুত পদক্ষেপ এবং সফল উদ্ধার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।