Advertisement
২৪ এপ্রিল ২০২৪

খেলার মাঠে লড়াই শাশুড়ি-বৌমার

সংসারের গণ্ডি থেকে বেরিয়ে খেলার মাঠে কোমর বেঁধে সমানে সমানে টক্কর দিলেন শাশুড়ি আর বৌমা। রবিবার সকালে তমলুক শহরের কলেজ মাঠে ‘বয়স্কদের বাৎসরিক ক্রীড়া ২০১৭’-তে নজরে এল এমন ছবিই।

খেলার একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

খেলার একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

পার্থপ্রতিম দাস
তমলুক শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০১:২৮
Share: Save:

সংসারের গণ্ডি থেকে বেরিয়ে খেলার মাঠে কোমর বেঁধে সমানে সমানে টক্কর দিলেন শাশুড়ি আর বৌমা। রবিবার সকালে তমলুক শহরের কলেজ মাঠে ‘বয়স্কদের বাৎসরিক ক্রীড়া ২০১৭’-তে নজরে এল এমন ছবিই।

প্রতিযোগিতায় তমলুক ও নন্দকুমার ব্লক থেকে যোগ দিয়েছিলেন ৩৮০ জন বয়স্ক প্রতিযোগী, যার মধ্যে ২০০ জন পুরুষ ও ১৮০ জন মহিলা। সবচেয়ে বয়স্ক পুরুষ প্রতিযোগী ৮২ বছর বয়সের অবসরপ্রাপ্ত শিক্ষক মন্মথনাথ ভৌমিক। এসেছেন ঠেকুয়া চকশিমুলিয়া থেকে। জানালেন প্রতি বছর আসেন এই প্রতিযোগিতায়। সারা বছর হাঁটা আর যোগাসন সুস্থ থাকার মূল চাবিকাঠি।

৭৯ বছরের মহিলা সরলা মান্না যেভাবে দৌড়চ্ছিলেন, তাতে হার মেনেছেন মাঠের ধারে দাঁড়িয়ে থাকা অনেক কলেজ ছাত্রীই। এছাড়াও প্রতিযোগিতায় সস্ত্রীক যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু বেরা। নিজের ইভেন্টের আগে হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন ষাটোর্ধ্বা স্ত্রীকেও।

প্রতিযোগিতায় এসেছেন আবাসবাড়ি এলাকার বাসিন্দা মালতী শাসমল। বললেন, ‘‘ছেলে-বৌমাই জোর করে নিয়ে এল। রান্নাঘরে চলে খুন্তির লড়াই। আর মাঠে দৌড়ের।’’

আয়োজক সংস্থার সম্পাদক সমর পালই জানালেন, ‘‘বয়স্কদের শরীর চর্চাতে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতা শুরু করেছিলাম আমরা কয়েকজন। সারা দিনের খাবারের দায়িত্ব থাকে আয়োজক সংস্থার।’’

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বিধায়ক সুকুমার দে, পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Competition Game
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE