স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন স্কুলে ঘটেছে। মৃত পড়ুয়া স্কুলের হস্টেলে থাকত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সবং থানার পুলিশ। ওই ছাত্রকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয় মৃতের পরিবারকেও। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ থানায় দায়ের করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভিনন্দন সামন্ত (১৬)। বাড়ি সবংয়ের ১৩ নম্বর অঞ্চলের বিষ্ণুপুর এলাকায়। সে স্কুলের হস্টেলেই থাকত। পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিল। গত ২৮ অক্টোবর সে স্কুলের হোস্টেলে ফেরে। দু’দিন ক্লাসও করে অভিনন্দন। শুক্রবার ভোরে স্কুলের এক ক্লাসরুমে থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কী কারণে সে আত্মঘাতী হল তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
স্কুলের এক শিক্ষক বলেন, “গতকাল রাতে পড়াশোনা করে, খাওয়া-দাওয়া সেরে হস্টেলে ঘুমোতে যায় অভিনন্দন। আজ সকালে ক্লাসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।”