Advertisement
১৭ জুন ২০২৪

অঙ্কনে সেরা খড়্গপুরের দেবলীনা

রেলের ‘অল ইন্ডিয়া বেস্ট’ অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান পেল খড়্গপুরের সাউথ ইন্দার কিশোরী দেবলীনা ভৌমিক। গত ১৬ ডিসেম্বর রেল নারী কল্যাণ সংগঠন আয়োজিত জাতীয়স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় দিল্লিতে।

দেবলীনা ভৌমিক।—নিজস্ব চিত্র।

দেবলীনা ভৌমিক।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০০:২৪
Share: Save:

রেলের ‘অল ইন্ডিয়া বেস্ট’ অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান পেল খড়্গপুরের সাউথ ইন্দার কিশোরী দেবলীনা ভৌমিক। গত ১৬ ডিসেম্বর রেল নারী কল্যাণ সংগঠন আয়োজিত জাতীয়স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় দিল্লিতে।

সোমবারই দিল্লি থেকে খড়্গপুরে ফিরেছে খড়্গপুর আকাদেমী অফ ফাইন আর্টস (কাফা)-এর ছাত্রী বছর চোদ্দোর দেবলীনা। তার কথায়, “কাফা’য় প্রশিক্ষণের পর আত্মবিশ্বাস ছিলই। কী ভাবে ভাল আঁকব মাথায় শুধু এই চিন্তাই ছিল।” ছাত্রীর সাফল্যে খুশি কাফা’র শিক্ষক গৌতম পাল। তিনি বলেন, “বরাবর আঁকায় দেবলীনার ঝোঁক ছিল। কোনও আঁকা চটজলদি ধরে নেওয়ার ক্ষমতা রয়েছে ওর। আমি চাইব দেবলীনা আরও অনেক দূর এগিয়ে যাক।”

খড়্গপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী দেবলীনার বাবা তাপস ভৌমিক দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের লোকো পাইলট পদে কর্মরত। মা রত্নাদেবী গৃহবধূ। ছোট থেকেই আঁকায় ঝোঁক ছিল দেবলীনার। কাফা’য় শুরু হয় প্রশিক্ষণ। ২০১৫ সালে রবীন্দ্র চারুকলা পরিষদের অঙ্কনের পরীক্ষায় স্বর্ণপদক পেয়েছে সে।

গত ১১ সেপ্টেম্বর খড়্গপুরে আয়োজিত রেলের অঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে দেবলীনা। এরপর দক্ষিণ-পূর্ব রেলের জোনাল স্তরের প্রতিযোগিতায় সে যোগ দেয়। জোনাল স্তরের প্রতিযোগিতায় ৪২জনের মধ্যে প্রথম স্থান পায় দেবলীনা। এরপরেই জাতীয় স্তরের ‘অল ইন্ডিয়া বেস্ট’ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পায় সে। প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব রেল, পশ্চিম রেল-সহ ১৮টি জোন থেকে প্রতিযোগীরা যোগ দেয়। তাদের মধ্যেও শীর্ষস্থান ছিনিয়ে নেয় দেবলীনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kharagpur Drawing Competition Debaleena Bhowmik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE