Advertisement
০৪ মে ২০২৪

বালিচক স্টেশনের উন্নয়নের দাবি

স্টেশনে ফুট-ওভার ব্রিজ, টিকিট কাউন্টার চালু-সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল যুব তৃণমূল। সোমবার ডেবরার বালিচক স্টেশন মাস্টারের কাছে ওই স্মারকলিপি জমা দেওয়ার পরে যাত্রীদের নিয়ে অবস্থান বিক্ষোভও হয়। নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ কর।

বালিচক স্টেশনে বিক্ষোভ। ছবি: রামপ্রসাদ সাউ।

বালিচক স্টেশনে বিক্ষোভ। ছবি: রামপ্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:২৯
Share: Save:

স্টেশনে ফুট-ওভার ব্রিজ, টিকিট কাউন্টার চালু-সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল যুব তৃণমূল। সোমবার ডেবরার বালিচক স্টেশন মাস্টারের কাছে ওই স্মারকলিপি জমা দেওয়ার পরে যাত্রীদের নিয়ে অবস্থান বিক্ষোভও হয়। নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ কর।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার মাঝে এই গুরুত্বপূর্ণ স্টেশনটিতে এত দিনেও ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ গড়ে তোলা হয়নি। এ ছাড়াও স্টেশনের উত্তর দিকের টিকিট কাউন্টার নির্মাণ হয়েও বন্ধ হয়ে পড়ে থাকা, বাসস্ট্যান্ড নির্মাণ, স্টেশনের ধারে বাস যাওয়ার রাস্তার বেহাল দশার যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। সেই সঙ্গে রেলের নর্দমা বন্ধ করে দেওয়ায় ভোগপুরের মতো গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।

এই দাবিগুলি পূরণের জন্য গত বছরের ২২ অগস্ট স্মারকলিপি জমা দিয়েছিল যুব তৃণমূল। চলতি বছরের ২৭ মার্চ খড়্গপুরের সিনিয়র ডিসিএমকে স্মারকলিপি জমা দিয়েছিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। সোমবারের কর্মসূচির জেরে ঘেরাও হয়ে যান স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী। অবশ্য খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কাছে যে ফান্ড আছে তাতে নানা রকমের পরিকল্পনা করে কাজ হচ্ছে। বালিচক স্টেশনের কিছু প্রকল্প অনুমোদন হয়েছে। রাতারাতি তো কাজ শুরু করা যায় না। নিশ্চয় যাত্রী চাহিদা মেটানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balichak Trinamool kharagpur DRM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE