Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Dilip Ghosh

দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে, এ কী বললেন দিলীপ!

রাজ্যের দু’শোর বেশি মানুষ আফগানিস্তানে আটকে বলে বুধবারই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের উদ্ধার করতে নবান্ন কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবে বলেও জানিয়েছেন মমতা।

চায়ের দোকানে দিলীপ ঘোষ।

চায়ের দোকানে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়গপুর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৩:৫৪
Share: Save:

আফগানিস্তান থেকে উদ্ধার পেতে দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে। এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও।

বুধবার খড়্গপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নবনির্মিত ফুট ওভারব্রিজ পরিদর্শনে যান বিজেপি-র রাজ্য সভাপতি। সেখানে আফগানিস্তানে আটকে পড়া বাঙালিদের প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আফগানিস্তানে বাঙালি নয়, ভারতীয়রা আটকে রয়েছেন। সবাইকে মোদীজি উদ্ধার করবেন। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। লিবিয়া থেকে নিয়ে এসেছেন। লকডাউনের সময় ৭০ লক্ষের বেশি লোককে বিমানে করে মোদী নিয়ে এসেছেন। এক জনেরও ক্ষতি হতে দেননি। মোদীর উপর ভরসা রাখুন। দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে।’’ দিলীপের এই মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘উনি প্রলাপ বকছেন। প্রলাপের কি কোনও উত্তর হয়?’’

রাজ্যের দু’শোর বেশি মানুষ আফগানিস্তানে আটকে বলে বুধবারই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের উদ্ধার করতে নবান্ন কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবে বলেও জানিয়েছেন মমতা। তিনি বলেছিলেন, ‘‘দার্জিলিং, তরাই, কালিম্পঙের অনেক মানুষ আফগানিস্তানে গিয়ে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের আর্জি জানিয়ে কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’ তার প্রেক্ষিতেই বুধবার আক্রমণ শানান দিলীপ। দিলীপের এই মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘উনি প্রলাপ বকছেন। প্রলাপের কি কোনও উত্তর হয়?’’

রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপের মন্তব্য, ‘‘গরিব মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছেন। ৫০০ টাকার জন্য লোকে লাফালাফি করে, চাপা পড়ে মরে যাচ্ছে। হাজার হাজার লোকের ভিড় হচ্ছে। প্রশাসন কাকে বলে জানেনই না। দেখুন মোদীর কাছ থেকে। ১২ কোটি কৃষক পয়সা পাচ্ছেন। ঠিক সময়ে তাঁদের অ্যাকাউন্টে পয়সা আসছে। কাউকে ভিক্ষাপাত্র নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। বাঙালি সমাজকে ভিখারি বানিয়েছেন উনি। কারও জমিদারির টাকা দিচ্ছেন নাকি? মানুষের হকের টাকা। এ দিকে বলছেন মোদীর টাকা নয়। তোমাদের ‘বাপের টাকা’ নাকি? সাধারণ মানুষের দেওয়া করের টাকা গরিব মানুষকে দিচ্ছেন। সে টাকা তার অ্যাকাউন্টে দিন। কেন ভিক্ষার ঝুলি নিয়ে লাইনে দাঁড়াবেন? কেন পুলিশের ডান্ডা খাবেন? কেন মানুষ চাপা পড়ে মরবে? হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। মোদীজি তো টাকা দিচ্ছেন লোককে। কাউকে আবেদন করতে হয়নি। উনি দেখিয়ে দিয়েছেন।’’

দিলীপের এ হেন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি বলেন, ‘‘আসলে মানুষের উন্নতি সহ্য করতে পারছেন না উনি। বিধানসভা ভোটের পর মুখ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। লোকসভা ভোট হয়ে গেলে মুখ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Afghanistan War Afghanistan taliban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE